ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

হুমায়ুন ফরীদির সাত ছবি ঈদে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুন ২০, ২০১৬
হুমায়ুন ফরীদির সাত ছবি ঈদে হুমায়ুন ফরীদি

প্রয়াত হুমায়ুন ফরীদি অভিনীত জনপ্রিয় সাতটি চলচ্চিত্র প্রচারের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাবে এশিয়ান টিভি। তারা এই আয়োজনকে বলছেন ‘ট্রিবিউট টু হুমায়ুন ফরীদি’।

 

রোজার ঈদের সাতদিন হুমায়ুন ফরীদি অভিনীত ছবিগুলো দেখা যাবে চ্যানেলটিতে। প্রতিদিন প্রচার হবে সকাল ১০টা ৫০ মিনিট। ঈদের দিন থাকছে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘রাঙা বউ’ (আমিন খান, ঋতুপর্ণা সেনগুপ্ত)।  

ঈদের পরদিন প্রচার হবে শহীদুল ইসলাম খোকনের ‘দুঃসাহস’ (শাবানা, সোহেল রানা, রুবেল, অরুণা বিশ্বাস)। তৃতীয় দিন রয়েছে দেলোয়ার জাহান ঝন্টু  পরিচালিত ‘জজ ব্যারিস্টার’ (আলমগীর, শাবানা, বাপ্পারাজ, লিমা)।

চতুর্থ দিন দেখানো হবে শহীদুল ইসলাম খোকনের ‘বিশ্বপ্রেমিক’। এতে রুবেল আর মৌসুমী নায়ক-নায়িকার চরিত্রে থাকলেও ফরীদির অভিনয়ই দর্শক মনে রেখেছে বেশি। পঞ্চম দিন প্রচার হবে শিবলী সাদিক পরিচালিত ‘ত্যাগ’ (ইলিয়াস কাঞ্চন, চম্পা)

ষষ্ট দিন থাকছে উত্তম আকাশের ‘ভন্ড বাবা’ (মান্না, মৌসুমী)। সপ্তম তথা শেষ দিন দেখানো হবে হাফিজ উদ্দিন পরিচালিত ‘টাকার অহংকার’ (নাঈম, শাবনাজ)।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ২০, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।