ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে সালমান শাহ, সঙ্গে তিন নায়িকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুন ২০, ২০১৬
ঈদে সালমান শাহ, সঙ্গে তিন নায়িকা সালমান শাহ

দেশীয় চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ অভিনীত প্রায় সব ছবিই জনপ্রিয়। এগুলোতে তার নায়িকা হিসেবে ঘুরেফিরে এসেছেন মৌসুমী, শাবনূর ও লিমা।

এই তিনজনের সঙ্গে তিনি যেসব ছবিতে নায়ক হয়েছেন, সেগুলোর মধ্য থেকে সাতটি ছবি ঈদ উপলক্ষে দেখানো হবে এশিয়ান টিভিতে।  

‘ট্রিবিউট টু সালমান শাহ’ শীর্ষক আয়োজনে ঈদের দিন থেকে সপ্তাহজুড়ে প্রতিদিন দুপুর ২টা ১০ মিনিটে চ্যানেলটি প্রচার করবে সালমান অভিনীত আলোচিত ছবিগুলো। ঈদের দিন থাকছে এম এ খালেক পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’ (শাবনূর)।  

ঈদের পরদিন জহিরুল হকের ‘তুমি আমার’ (শাবনূর), তৃতীয় দিন দেলোয়ার জাহান ঝন্টুর ‘কন্যাদান’ (লিমা, আলমগীর, শাবানা) ও চতুর্থ দিন রয়েছে মহম্মদ হান্নানের ‘বিক্ষোভ’ (শাবনূর)।  

ঈদের পঞ্চম দিন শাহ আলম কিরণ পরিচালিত ‘বিচার হবে’ (শাবনূর), ষষ্ঠ দিন শিবলী সাদিকের ‘অন্তরে অন্তরে’ (মৌসুমী) এবং সপ্তম তথা শেষ দিন প্রচার হবে জীবন রহমান পরিচালিত ‘প্রেম যুদ্ধ’ (লিমা)।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুন ২০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।