ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

খ্যাতি হারানোর ভয় সালমানের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুন ২০, ২০১৬
খ্যাতি হারানোর ভয় সালমানের সালমান খান

২৫ বছরের ক্যারিয়ারে অর্জন করা তারকাখ্যাতি হারানোর ভয় পাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। কিন্তু তিনি মনে করেন, পর্দার হিরো হওয়ার চেয়েও জীবনে অনেক বড় ব্যাপার-স্যাপার আছে।

 

বার্তা সংস্থা আইএএনএস সালমানকে প্রশ্ন করেছে খ্যাতির গৌরব খোয়ানোর ভয় হয় কি-না। উত্তরে তিনি বলেন, ‘সব তারকারই খ্যাতি হারানোর ভয় হয়। আমারও যে ভয় হয় না বললে মিথ্যে হবে। এটা শুধু খ্যাতি নয়, এটা ভালোবাসা ও সম্মান। এটা পেতে ও ধরে রাখতে প্রচুর পরিশ্রম করে যেতে হয়। হঠাৎ কোনো কারণে কারও কাছে আমাদের কাজ ভালো না-ও লাগতে পারে। তখন এ বিষয়টি সবাইকেই জ্বালাতন করে। ’

যা-ই হোক না, প্রত্যেকেরই দুঃসময় মোকাবেলা করার মতো মানসিকতা রাখা উচিত বলে মনে করেন সালমান। ৫০ বছর বয়সী এই তারকা বলেন, ‘খ্যাতি ম্লান হয়ে যাওয়াটা মেনে নেওয়ার মতো মনোবল রাখতে হবে। আমার বাবাকে এমন দুঃসময়ের মধ্য দিয়ে যেতে দেখেছি। তা-ও একবার নয়, দু’বার তার জীবনে এমন ঘটনা হয়েছে। আমি নিজেও এমন পরিস্থিতিতে পড়েছি। কিন্তু আমি মনে করি, হিরো হওয়া ও অভিনয় করার চেয়েও জীবনে অনেক বড় ব্যাপার আছে। ’

‘দাবাং’ ও ‘বজরঙ্গি ভাইজান’ ছবিগুলোর সুবাদে সালমানের বৃহস্পতি কয়েক বছর ধরে তুঙ্গে আছে। তার উপলব্ধি, আরও পরিশ্রম করার সময় এসেছে। সল্লুর ভাষ্য, ‘এই সময়ে এসেও কঠোর পরিশ্রম করা উচিত, কারণ আমাদের সব সিনিয়াররাই এই সময় এসে মিলিয়ে গেছেন। বয়সের সঙ্গে প্রায় প্রত্যেকেই চলচ্চিত্র ছেড়েছেন। একটি ছবিতে নিজের ক্লোজআপ দেখে মনে হচ্ছিলো, এ কি! অন্যরা যা পছন্দ করে আমার কাছে কিন্তু সেটা ভালো লাগে না মাঝে মধ্যে। ’

নিজেকে ফিট রাখার প্রশিক্ষণ নেওয়া প্রসঙ্গে সালমান বলেন, ‘আমাদের উচিত বেদনা ও যন্ত্রণা অনুভব করা। তাহলেই না লোকে প্রশংসা করবে। ’ ‘সুলতান’ ছবির প্রয়োজনে শরীরটাকে সুঠামভাবে গড়েছেন তিনি। কারণ এতে কুস্তিগীর চরিত্রে দেখা যাবে তাকে। ঈদ উপলক্ষে এটি মুক্তি পাবে আগামী ৮ জুলাই। এতে তার বিপরীতে আছেন আনুশকা শর্মা। পরিচালনায় আলি আব্বাস জাফর।  

বাংলাদেশ সময় : ১৬০৭ ঘণ্টা, জুন ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।