ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কাজী শুভর ‘দাগা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুন ২০, ২০১৬
কাজী শুভর ‘দাগা’ কাজী শুভ

সংগীতশিল্পী কাজী শুভর নতুন একক অ্যালবামের নাম রাখা হয়েছে ‘দাগা’। এতে গান রয়েছে পাঁচটি।

এগুলোর শিরোনাম ‘দাগা’, ‘মনের দুয়ার’, ‘তোমার অভাবে’, ‘ময়না’ ও ‘ভালোবাসি বলো না’।  

এর মধ্যে ‘মনের দুয়ার’ গানটিতে শুভর সঙ্গে দ্বৈত কণ্ঠ দেবেন ন্যানসি। আর ‘ময়না’ গানটি গাইবেন শুভ ও পূজা। সবই লিখেছেন রবিউল ইসলাম জীবন। সংগীতায়োজনে রাফি।  

কাজী শুভ বলেন, ‘এবার ঈদে আমার বেশকিছু গান প্রকাশ হচ্ছে। সবই মিশ্র অ্যালবামে। এটি আমার নিজের অ্যালবাম। গাওয়ার পাশাপাশি সব গানের সুর করেছি আমি নিজেই। আমার বিশ্বাস, গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। ’ 

রবিউল ইসলাম জীবন জানান, শ্রোতারা কাজী শুভর কাছে যে ধরনের গান আশা করেন, তেমন গান নিয়েই সাজানো হয়েছে অ্যালবামটি। চলতি সপ্তাহ থেকে ‘দাগা’র গানগুলো শ্রোতারা শুনতে পারবেন। কিছুদিন পর প্রকাশ হবে ‘দাগা’র গানের ভিডিও।  

এর আগে রবিউল ইসলাম জীবনের কথায় কাজী শুভর গাওয়া ‘এত কাছে’ ও ‘অচেনা মায়া’ (পূজা), ‘মনের আকাশে’ ও ‘চোখটা থেকে মুখটা তোমার’ (পূর্ণতা) দ্বৈত গানগুলো জনপ্রিয়তা পেয়েছে।  

বাংলাদেশ সময় : ১৮০৩ ঘণ্টা, জুন ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।