ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের 'লাকি সেভেন' জুটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুন ২০, ২০১৬
ঈদের 'লাকি সেভেন' জুটি শবনম ফারিয়া ও তৌসিফ মাহবুব-ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তৌসিফ মাহবুব ও শবনম ফারিয়া দু'জনই এখন ছোট পর্দার নতুন প্রজন্মের ব্যস্ততম দুই উঠতি তারকা। ঈদে দু'জনই বেশকিছু নাটকে অভিনয় করেছেন।

এর মধ্যে সাতটি নাটকে তাদেরকে দেখা যাবে একসঙ্গে।

এগুলোর মধ্যে 'কানামাছি' (এনটিভি) ও 'বয়স আঠারো' (একুশে টিভি) পরিচালনা করেছেন হিমেল আশরাফ। নিজেদের অভিনীত 'দুই অংশের শেষ একটাই' টেলিছবির নতুন কিস্তিতেও অভিনয় করেছেন তারা। তানিম রহমান অংশুর পরিচালনায় এর নাম 'দুই অংশের শেষ এখানেই'।  

এ ছাড়া মরতুজা লিংকনের 'ভালোবাসি তবুও দূরে', মিলনের 'সিক্রেট সারপ্রাইজ', শ্রাবণী ফেরদৌস এবং অসীমের নাম চূড়ান্ত না হওয়া একটি করে নাটকেও থাকছেন তৌসিফ ও শবনম ফারিয়া।  

দু'জনেরই অভিনয় জীবন শুরু 'অ্যাট এইটিন অলটাইম দৌড়ের ওপর'-এর মাধ্যমে। এরপর তৌসিফ নিয়মিত কাজ করলেও দেড় বছর বিরতি নেন শবনম ফারিয়া। যে নাটকের মাধ্যমে তিনি আবার ফেরেন সেটাতেও ছিলেন তৌসিফ। শবনম ফারিয়া বাংলানিউজকে বললেন, 'তৌসিফ আমার লাকি হিরো! এবারের ঈদে সাতটি কাজে আমরা জুটি বেঁধেছি। বলতে পারেন আমরা এবার লাকি সেভেন জুটি। '

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুন ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।