ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

স্পিলবার্গের ‘ব্যাড জায়ান্ট’ গুলশান গ্রোভার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জুন ২১, ২০১৬
স্পিলবার্গের ‘ব্যাড জায়ান্ট’ গুলশান গ্রোভার

বলিউডের ‘মন্দ মানুষ’ গুলশান গ্রোভার ‘দ্য সেকেন্ড জঙ্গল বুক: মোগলি অ্যান্ড বালু’ ও ‘ডেসপারেট এন্ডাভারস’ ছবিগুলোর মাধ্যমে পশ্চিমেও সফল হয়েছেন। এবার স্টিভেন স্পিলবার্গের অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ‘দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট’ (বিএফজি)-এর হিন্দি সংস্করণে কণ্ঠ দিলেন তিনি।

৬৯তম কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগের বাইরে প্রদর্শিত ছবিটির হিন্দি সংস্করণে নাম ভূমিকায় কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। এ চরিত্রে অভিনয় করেছেন মার্ক রাইল্যান্স। গুলশানের কণ্ঠ শোনা যাবে ফ্লেশলামপিটার চরিত্রে।

স্পিলবার্গের সঙ্গে আগে কয়েকটি অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছে গুলশান গ্রোভারের। তিনি বলেছেন, ‘এটি ছিলো অন্যরকম অভিজ্ঞতা। স্পিলবার্গের মতো চলচ্চিত্রকারের বিষয় হলে নিজের সেরাটা উজাড় করে দিতে চায় সবাই। জামেইন ক্লেমেন্টের মতো তারকার অভিনীত চরিত্রে কণ্ঠ দেওয়া বিশাল চ্যালেঞ্জের। যদিও কাজটা করে বেশ মজা পেয়েছি। ’

৪১টি ভাষায় অনূদিত রোয়াল্ড ডালের শিশুতোষ গ্রন্থ অবলম্বনে তৈরি হয়েছে ‘দ্য বিএফজি’। ছবিটির গল্পে দেখা যায়, সোফি নামের একটি বালিকার সঙ্গে বিশালাকার মানুষের পরিচয় হয়, তার নামই বিএফজি। ততোদিনে মানুষের পৃথিবীতে ঢুকে পড়েছে বিএফজির মতো বিশাল দৈত্যরা। কিন্তু তারা বন্ধুসুলভ নয়। উল্টো মানুষ খেয়ে ফেলে! তাই সোফি ও বিএফজি মিলে মানুষখেকো মন্দ দৈত্যদের বন্দি করার রোমাঞ্চকর অভিযানে নামে। ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় আগামী ১ জুলাই মুক্তি পাবে ছবিটি।

* ‘দ্য বিএফজি’ ছবির ট্রেলার :

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জুন ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।