ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখের জন্য আবরামের উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জুন ২১, ২০১৬
শাহরুখের জন্য আবরামের উপহার

বলিউডে এই সময়ে সবচেয়ে আকর্ষণীয় শিশুটির নাম আবরাম খান। এর কারণ আরেকবার বোঝা গেলো।

এবারের বাবা দিবসে প্রায় সবাই নিজের বাবার সঙ্গে তোলা ছবি পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবরাম দিনটিকে ভেবেছে আলাদাভাবে। সুপারস্টার বাবা শাহরুখ খানকে দারুণ একটা উপহার দিয়েছে সে।

কাগজ আর রঙ-পেন্সিল নিয়ে আবরাম সুন্দর একটি কার্ড তৈরি করেছে নিজের হাতে। তাতে সে লিখেছে, ‘আই লাভ পাপা’। তার মা গৌরি খান পুত্রের আনাড়ি শিল্পকর্মের একটি ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আবরাম যখন শিল্পী, হ্যাপি ফাদারস ডে। ’

ভারতের বিভিন্ন রাজ্য ও দেশের বাইরে কাজে গেলে ফেরার সময় আবরামের জন্য দামি আর সুদৃশ্য খেলনা নিয়ে আসেন শাহরুখ। সেজন্য কার্ড উপহার দিয়ে বাবাকে ধন্যবাদ দিলো তিন বছরের এই বালক। চলতি বছরের শুরুর দিকে গুজরাটে ‘রায়ীস’ ছবির কাজের ফাঁকে তিনি একটি দোকানে খেলনা কিনতে গেলে ভক্তদের উন্মাদনা তৈরি হয়।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জুন ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।