ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আঁখি, হাবিব ও শুভর যোগব্যায়াম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুন ২১, ২০১৬
আঁখি, হাবিব ও শুভর যোগব্যায়াম যোগব্যায়ামে ব্যস্ত আরিফিন শুভ ও আঁখি আলমগীর, সেলফি তুলছেন হাবিব ওয়াহিদ

সকাল সকাল মিরপুর ইনডোর স্টেডিয়ামে ছুটে গিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর, হাবিব ওয়াহিদ, অভিনেতা আরিফিন শুভ ও প্রযোজক আব্দুল আজিজ। কেন?

২১ জুন আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস।

দিবসটি উদযাপনে অংশ নিয়েছেন তারা। ‘দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবস’ উদযাপনের আয়োজন করে ভারতীয় হাই কমিশন। তাদের আমন্ত্রণে জনপ্রিয় এই তারকারা মিরপুর ইনডোর স্টেডিয়ামে যান, সময় কাটান।   
বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সেখানে ছিলেন সাধারণ মানুষও।

যোগব্যায়ামে অংশ নিয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর ফেসবুকে ভালোলাগার অনুভূতি ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, ‘আজকের দিনটি অন্যরকম ভাবে শুরু করেছি। আজ আর্ন্তজাতিক যোগ দিবস। ভারতীয় হাই কমিশনকে ধন্যবাদ আমাকে বিশেষ অতিথি ও মানুষকে যোগ ব্যায়ামে উৎসাহিত করার জন্য। ১৪ বছর পর আমি কিছু আসন করেছি এ কারণে বেশ গর্বিত ও উজ্জীবিত বোধ করছি। ’

হাবিব ওয়াহিদ অনুভূতি ব্যক্ত করেছেন এভাবে, ‘দ্বিতীয় আর্ন্তজাতিক যোগ দিবস অংশ গ্রহণের জন্য সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে গিয়েছিলাম। এটি খুব অসাধারণ একটি অভিজ্ঞতা। সাধারণ মানুষের অংশগ্রহণ দেখে আমি বিস্মিত। ’

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।