ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

হৃতিকের ছবির পাশে প্রত্নতাত্ত্বিকরা (ট্রেলার)

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুন ২১, ২০১৬
হৃতিকের ছবির পাশে প্রত্নতাত্ত্বিকরা (ট্রেলার)

প্রাগৈতিহাসিক সিন্ধু সভ্যতার প্রাচীন শহর মহেঞ্জোদারোকে নিখুঁতভাবে সাজানোর ক্ষেত্রে বেশ কয়েকজন প্রত্নতাত্ত্বিকের শরণাপন্ন হয়েছিলেন পরিচালক আশুতোষ গোয়াড়িকর। গবেষণার কাজে তাদের কাছ থেকেই সিন্ধু উপত্যকার সভ্যতা আবিষ্কারের নথিভুক্ত সহযোগিতা পেয়েছেন তিনি।

 

ছবিটিতে তুলে ধরা হয়েছে মধ্যযুগীয় সময়। ফলে সবদিকে যেন সত্যতা থাকে সেদিকে প্রতি মুহূর্তে খেয়াল রাখতে হয়েছে পরিচালককে। তাই নির্মাণে লেগেছে তিন বছর। ‘লগান’ ও ‘যোধা আকবর’ ছবির সফল পরিচালক আশুতোষ গোয়াড়িকর বলেছেন, ‘‘বহু পুরনো একটি শহরকে বিশ্বাসযোগ্যভাবে গড়ে তুলতে গবেষণার প্রাথমিক ধাপে মার্কিন প্রত্নতাত্ত্বিক জনাথন মার্ক কিনোয়ারের গ্রন্থ ‘অ্যানসেন্ট ইন্ডিয়া: ল্যান্ড অব মিস্টারি অ্যান্ড এক্সকাভেশনস অ্যাট মহেঞ্জোদারো’ হাতে পাই। এরপর সহায়তা চেয়ে তড়িঘড়ি ইউনিভার্সিটি অব উইসকনসিনের নৃবিদ্যা বিভাগের অধ্যাপক কেনোয়ারের সঙ্গে যোগাযোগ করি। মহেঞ্জোদারো খোড়ার কাজে গত ৩৫ বছর ধরে কাজ করছেন তিনি। আমার ভাগ্য ভালো, তিনি সহযোগিতা করতে রাজি হওয়ায় ছবিটির গল্পের সম্ভাবনা বুঝতে পেরেছি। ’’

সিন্ধু লিপি, সংস্কৃতি, শহর গড়া ও সেই সময়ের অন্যান্য নান্দনিক ব্যাপার তৈরির কাজে আসতে পারেন এমন বেশ কয়েকজনের নাম প্রস্তাব করেন কেনোয়ার। ভারতের গুজরাটের কুছ জেলার পৌরসভা ভুজে ছবিটির দৃশ্যধারণ হয়েছে। মুম্বাই, জাবালপুর আর থানেতেও কাজ হয়েছে।  

৫২ বছর বয়সী আশুতোষ জানান, মহেঞ্জোদারো শহরে সর্বোচ্চ ভবনের উচ্চতা ছিলো দোতলা! তখন লোহার ব্যবহার হতো না। কার্যকরী সব সরঞ্জাম তৈরি হতো চকমকি পাথর দিয়ে। তখন সবে স্বর্ণ আবিষ্কৃত হয়েছিলো, রক্তবর্ণের পুঁতি ও মেটে পুঁতির মতো নদীতে পাওয়া মূল্যবান পাথর ব্যবহার করা হতো অলঙ্কার হিসেবে। সেই যুগের বিনিময় পদ্ধতির কথাও মাথায় রেখেছিলেন পরিচালক। কোনো মুদ্রা ছিলো না তখন।

বলিউড সুপারস্টার হৃতিক রোশনের বিপরীতে ‘মহেঞ্জোদারো’ নামের ছবিটির মাধ্যমে বলিউডে পা রেখেছেন দক্ষিণী নায়িকা পূজা হেগড়ে। খ্রিস্টপূর্ব ২৬০০ সময়ের গল্পটিতে হৃতিককে দেখা যাবে নীল চাষী সারমান চরিত্রে। আমরি থেকে ত্রাতা হয়ে মহেঞ্জোদারোতে আসা এই তরুণ হয়ে ওঠে নিপীড়তদের মুক্তিদাতা। পূজা আছেন পুরোহিতের কন্যা চানির ভূমিকায়। এ ছাড়াও আছেন কবির বেদি, অরুণোদয় সিং প্রমুখ। সংগীত পরিচালনায় এ আর রাহমান।  

সোমবার (২০ জুন) এর ট্রেলার উন্মুক্ত হয়েছে ইউটিউবে। এদিন রাত প্রায় ৯টায় স্টার নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ৩ কোটি দর্শক এটি দেখেছে। ‘মহেঞ্জোদারো’ মুক্তি পাবে আগামী ১২ আগস্ট। প্রযোজনায় সিদ্ধার্থ রায় কাপুর ও সুনিতা গোয়াড়িকর।  

* ‘মহেঞ্জোদারো’ ছবির ট্রেলার :

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুন ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।