ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মমতাজ ও ফজলুর রহমান বাবুর দ্বৈত অ্যালবাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুন ২১, ২০১৬
মমতাজ ও ফজলুর রহমান বাবুর দ্বৈত অ্যালবাম ফজলুর রহমান বাবু ও মমতাজ

লোকগানের কিংবদন্তি কণ্ঠশিল্পী মমতাজ। অন্যদিকে ফজলুর রহমান বাবু অভিনেতা পরিচয় ছাপিয়ে লোকগানে পেয়েছেন শ্রোতাপ্রিয়তা।

এবার এই দুই শিল্পী একসঙ্গে গেয়েছেন, একই অ্যালবামে। ঈদে প্রকাশ পাচ্ছে মমতাজ ও বাবুর দ্বৈত অ্যালবাম।

সমীর ফিচারিং ‘শুন্য বাড়ি’ অ্যালবামের পাঁচটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। চারটি একক ও একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তারা। অ্যালবামে গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী, দেলোয়ার আরজুদা শরফ, সোমেশ্বর অলি, প্লাবন কোরেশী ও লুৎফর হাসান। সুর করেছেন প্লাবন কোরেশী, লুৎফর হাসান, ফিরোজ কবির ডলার ও সমীর।

সংগীত পরিচালক এসকে সমীর বাংলানিউজকে বলেন, ‘এটা আমার জীবনে বড় একটা প্রাপ্তি। মমতাজ আপার মতো গুনী শিল্পী আমার সুর পছন্দ করেছেন, গান গেয়েছেন এটা আমাকে অনুপ্রাণিত করেছে। অন্যদিকে বাবু ভাইয়ের গায়কীর ভক্ত আমি। এই দু’জনে নিয়ে অ্যালবামটি করতে পেরে ঈগল মিউজিকের কাছে আমি কৃতজ্ঞ। ’

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।