ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বাবার জন্য রিয়ান্নার বাড়ি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুন ২১, ২০১৬
বাবার জন্য রিয়ান্নার বাড়ি বাবা রোনাল্ডের সঙ্গে রিয়ান্না

রিদমঅ্যান্ডব্লুজ তারকা রিয়ান্না তার বাবা রোনাল্ডের জন্য একটি বাড়ি কিনলেন। এর আগে বাবাকে বেছে নেওয়ার জন্য বেশ কয়েকটি বাড়ির সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন তিনি।

খবর ফিমেল ফার্স্টের।

স্যান্ডি লেন কমিউনিটির একটি বাড়ি পছন্দ হয়েছে রিয়ান্নার বাবার। এর মূল্য ১৮ লাখ মার্কিন ডলার। এর আশেপাশে সংগীত মোগল সায়মন কাউয়েল, সংগীত তারকা দম্পতি জে-জি ও বিয়ন্সের বাড়ি আছে।

বিখ্যাত গান ‘হোয়াটস মাই নেম’খ্যাত রিয়ান্নার প্রকৃত নাম রবিন রিয়ান্না ফেন্টি। তাকে রবিন নামেই ডাকেন তার বাবা। ৬৬ বছর বয়সী এই মানুষটি ব্রিটেনের নাউ ম্যাগাজিনকে বলেছেন, ‘রবিনের কথা আর কি বলবো! ওর কথামতো বারবাডোজ দ্বীপের চারপাশে ছড়িয়ে থাকা কয়েকটির বাড়ি থেকে একটি বেছে নিতে হলো। এটা দামি বলেই যে পছন্দ হলো তা নয়, এতে বাগান আছে। যখন বেড়ানোর ইচ্ছে হবে, এখানে এসে একটা ফোয়ারা বানাবো। এ ছাড়া নিচতলার একটি ঘরকে শরীরচর্চার কাজে লাগাবো। ফলে আবার ফিট হতে পারবো। ’

এবারই প্রথম নয়, ২০১২ সালে মা মনিকা ব্রেইথওয়েইটের জন্য পাঁচটি শোবার ঘর আছে এমন একটি বাড়ি কেনেন রিয়ান্না। ২৮ বছর বয়সী এই গায়িকা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের খ্যাতি প্রসঙ্গে বলেন, ‘একজন মানুষ কখনও শীর্ষে যেতে চায় না। কারণ শীর্ষে উঠে গেলে একমাত্র পথ থাকে নিচে নামা। ’

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুন ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।