ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রীতম হাসানের সুরে তাহসান ও অদিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুন ২১, ২০১৬
প্রীতম হাসানের সুরে তাহসান ও অদিত

‘আসো মামা হে’ গান দিয়ে আলোচনায় এসেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। তার সুর ও সংগীতে এরই মধ্যে গেয়েছেন তারকাশিল্পীরা।

এই তালিকায় যুক্ত হয়েছেন তাহসান ও অদিত।

প্রীতম হাসান জানান, তার সুর ও সংগীতে ঈদ উপলক্ষে প্রকাশ হচ্ছে তিন গানের ইপি (এক্সটেন্ডেড প্লে)। এখানে গাইবেন তাহসান, অদিত ও প্রীতম।  গান লিখেছেন রাকিব হাসান রাহুল ও মেহেদি হাসান লিমন। গানগুলো হলো- ‘প্রথম ভালোবেসে’, ‘হারাবে কোথায়’ ও ‘উড়তে শেখা পাখি’। গানগুলো প্রকাশ করছে সিএমভি। রোমান্টিক, স্যাড মেলো আর ইলেকট্রনিক ডাবস্টেপ ঘরানার গানগুলো এক্সক্লুসিভলি শোনা যাবে জিপি মিউজিকে।

প্রীতম বলেন, ‘তাহসান ভাই ও অদিত ভাই দু’জনই সুরকার ও গায়ক হিসেবে জনপ্রিয়। তাদের জন্য সুর করতে গিয়ে আমাকে বেশ শ্রম দিতে হয়েছে। আশা করছি, গানগুলো শ্রোতাদের কাছে ঠিকমতো পৌঁছুবে। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ২১, ২০১৬

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।