ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

স্পাইস গার্লসের ‘ওয়ানাবি’র রিমেকে জ্যাকলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুন ২১, ২০১৬
স্পাইস গার্লসের ‘ওয়ানাবি’র রিমেকে জ্যাকলিন জ্যাকলিন ফার্নান্দেজ

বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বরাবরই অংশ নেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এজন্য তার আলাদা পরিচিতি আছে।

এবার নারীদের উন্নয়নের লক্ষে আয়োজিত একটি কাজে এগিয়ে এলেন তিনি।  

জ্যাকলিন সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এটি হলো ব্রিটিশ নারী ব্যান্ড স্পাইস গার্লসের জনপ্রিয় গান ‘ওয়ানাবি’র রিমেক। এর নাম রাখা হয়েছে ‘হোয়াট রিয়েলি রিয়েলি ওয়ান্ট’।  

ভিডিওর কেন্দ্রবিন্দুতে আছে বিশ্বজুড়ে মেয়ে ও নারীদের কথা। কান লায়নস ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটি। সহযোগিতায় গেটি ইমেজেস ও গ্লোবাল সিনেমা অ্যাডভার্টাইজিং সমিতি সাওয়া। এই প্রচারণা হলো প্রজেক্ট এভরিওয়ান-এর অংশ। এটি হলো মেয়ে ও নারীদের জন্য প্রথম গ্লোবাল গোলস প্রচারণা।  

নতুন ভিডিওতে স্পাইস গার্লসের ‘ওয়ানাবি’ ব্যবহার করা হয়েছে। এই সময়ের মেয়ে ও নারীদের কথা এবং তাদের বর্তমান লক্ষ্যের কথা বলবে এটি। এই প্রচারণায় যুক্ত হতে পেরে জ্যাকলিন গর্বিত। নারী ও শিক্ষিত কন্যাশিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কাজ করা উচিত।

এম জে ডিলানির নির্দেশনায় ভিডিওটি প্রযোজনা করেছেন মোক্সি পিকচার। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নাইজেরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র তারকারা অংশ নিয়েছেন এতে। ইউটিউবে গ্লোবাল গোলস ও সাওয়ার অফিসিয়াল চ্যানেলে এটি মুক্তি পাবে আগামী মাসে।  

এদিকে ‘ঢিশুম’ ছবির 'স তারাহ কে' শিরোনামের গানের ভিডিওতে শিখদের তলোয়ার অসঙ্গতভাবে ব্যবহার করায় জ্যাকলিনের বিরুদ্ধে অপরাধ মামলা দায়ের করেছেন চন্ডীগড়ের বাসিন্দা রবিন্দর সিং। এ প্রসঙ্গে গুরদোয়ারা ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক মানজিন্দার সিং সিরসা খোলা চিঠি লিখেছেন সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনে (সিবিএফসি)। শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলায় প্রযোজক সাজিদ নাদিয়াড়ওয়ালা ও পরিচালক রোহিত ধাওয়ানের নামও আছে। এর শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১ জুলাই। তবে প্রযোজকের দাবি, ছবিতে ব্যবহৃত হয়েছে অ্যারাবিয়ান তলোয়ার। ছবিটি মুক্তি পাবে আগামী ২৯ জুলাই।  

* ‘স তারাহ কে’ গানের ভিডিও : 


* স্পাইস গার্লস ব্যান্ডের 'ওয়ানাবি' গানের ভিডিও : 

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুন ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।