ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ব্যর্থ দুই প্রেমিকের ‘হানিমুন এক্সপ্রেস’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুন ২১, ২০১৬
ব্যর্থ দুই প্রেমিকের ‘হানিমুন এক্সপ্রেস’ (বাঁ থেকে) নাদিয়া, মীর সাব্বির, অহনা ও ইমন

“নাটকের শুটিং করতে সিলেট যেতে যে বাসটিতে চড়েছিলাম, নাটকে সেটাই ‘হানিমুন এক্সপ্রেস’ হিসেবে দেখা যাবে। ১৫-১৯ জুন পর‌্যন্ত আমরা টানা শুটিং করেছি।

তবে যাওয়ার সময় সিলেট হাইওয়ে বন্ধ থাকায় আমরা শ্রীমঙ্গল ঘুরে গিয়ে ১৪ ঘণ্টা যাত্রার পর সিলেট পৌছেঁছিলাম। ” 

এভাবেই বাংলানিউজের সঙ্গে নতুন নাটক তৈরির অভিজ্ঞতা বর্ণনা করেছেন নির্মাতা এস এ হক হক অলিক।  

দুই বন্ধু (মীর সাব্বির ও ইমন) আত্মহত্যা করার জন্য সিলেট গিয়েছে। কেননা প্রেমিকারা তাদেরকে বিয়ে করতে রাজি নয়। তাদের এই আত্মহননের পথ আগলে দাঁড়ালেন এক বয়স্ক ভদ্রলোক (আবুল হায়াত) ও তার স্ত্রী (দিলারা জামান)। তারা উপদেশ দিলেন, মরে না গিয়ে ভালো কাজের মাধ্যমে নিজেদের বাঁচিয়ে রাখতে।  

বয়স্ক ভদ্রলোক তাদেরকে নিজের একটি বাস উপহার দিলেন। এবং সেই বাসটির মাধ্যমেই টাকা উপার্জন করতে বললেন। দুই বন্ধু মিলে সেই বাসটির নাম দিলেন ‘হানিমুন এক্সপ্রেস’। কেননা এই বাসটি শুধুমাত্র দম্পতিদের জন্য, যারা হানিমুনে যাবেন। একসময় ওদের বাসটি অনেক জনপ্রিয় হয়ে উঠলো। দুই বন্ধুর সঙ্গে প্রেমিকাদের কী সাক্ষাৎ হয়েছিলো? এই প্রশ্নের জবাব পাওয়া যাবে রোমান্টিক কমেডি ধাঁচের নাটক ‘হানিমুন এক্সপ্রেস’-এ।  

এস এ হক অলিকের রচনা ও পরিচালনার এই নাটকটিতে দুই বন্ধুর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া ও অহনা। একুশে টিভিতে প্রচার হবে ‘হানিমুন এক্সপ্রেস’।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ২১, ২০১৬
জেএম/এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।