ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

যে পরিবারের কেউ কারও ভক্ত নন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুন ২১, ২০১৬
যে পরিবারের কেউ কারও ভক্ত নন!

প্রায় চার দশক ধরে বলিউডে কাজ করছেন অভিনেতা অনিল কাপুর। বেশিরভাগ ছবির জন্যই তিনি কুড়িয়েছেন প্রশংসা, জিতেছেন পুরস্কারও।

কিন্তু নিজের তিন সন্তান রিয়া কাপুর, সোনম কাপুর ও হর্ষবর্ধন কাপুরই বাবা ও তার কাজের ভক্ত নন! ৫৯ বছর বয়সী এই অভিনেতা নিজেই এ তথ্য জানিয়েছেন।

কাপুর পরিবারে অনিলের বড় কন্যা সোনম বলিউডে এখনকার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। ছোট কন্যা রিয়া প্রযোজক আর পুত্র হর্ষবর্ধনও অভিনেতা। তবে একে অন্যের কাজ নিয়ে পক্ষপাতদুষ্ট মতামত দেন না।    

অনিল কাপুর বলেন, ‘আমরা প্রত্যেকে একে অপরের কাজের প্রতি সৎ। কেউ কারও ভক্ত নই। সবাই একে অপরের পরীক্ষা নিই। 'আমাদের বাবাকে দেখো, কতো সুন্দর কাজই না তিনি করেছেন’- আমার সন্তানরা এমন নয়। এমনকি আমিও সোনম ও রিয়ার কাজগুলো ফিরে দেখি না। ’

'দিল ধাড়কানে দো' তারকা অনিল কাপুর আরও জানান, তার অনেক ছবিই সন্তানরা দেখেনি। 'আমার তো মনে হয় হর্ষবর্ধন আমার কাজ দেখেইনি! ওরা ভিন্নধারার ছবি দেখে শিখেছে। '

চমকপ্রদ ব্যাপার হলো, অনিল কাপুর অভিনীত টিভি সিরিজ '২৪' (পড়ুন টোয়েন্টি ফোর)-এর ট্রেলার প্রকাশের দিন বলিউডে হর্ষবর্ধনের প্রথম ছবি 'মিরজিয়া'র টিজার উন্মুক্ত হয়েছে। ফলে এটা অনিলের জন্য ডাবল সেলিব্রেশন। তিনি বলেন, 'মনকাড়ার টিজার দেখলাম। এটা চমৎকার লেগেছে। এ নিয়ে বলতে চাই না। সে (হর্ষবর্ধন) আর তার কাজই কথা বলবে। অনেকে তো জানেই না আমার ছেলে ও! মানুষ জানতো আমার শুধু দুই মেয়ে। ওকে নিয়ে কথা বলিনি, কোথাও নিয়েও যাইনি। যদি নিজে নিজেই জনপ্রিয়তা পায়, সেটাই ভালো হবে ওর জন্য। '

রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত 'মিরজিয়া'য় হর্ষবর্ধনের বিপরীতে অভিনয় করেছেন সাইয়ামি খের। এটি মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর।

* 'মিরজিয়া' ছবির টিজার :

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।