ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সুবর্ণা ম্যামকে অবহেলা করা যাচ্ছে না!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুন ২১, ২০১৬
সুবর্ণা ম্যামকে অবহেলা করা যাচ্ছে না! সুবর্ণা মুস্তাফা ও তারিক আনাম খান-ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তোপসে মাছের চচ্চড়ি বাটিতে নিয়ে খাবার টেবিলে এলেন সুবর্ণা মুস্তাফা। রাতের খাবার খেতে বসেছেন তার স্বামী (তারিক আনাম খান), সঙ্গে দুই ছেলে মেয়ে।

পরিচালকের আসনে হিমেল আশরাফ।

গল্পে সুবর্ণা মুস্তাফার ছেলের চরিত্রে আজাদ। একটি দৃশ্যে ছেলেকে শাসন করবেন সুবর্ণা। তার অপরাধ- সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে, কোনো মাছ খেতে চায় না।

সেটে সবকিছু তৈরি। পরিচালক অ্যাকশন বলার পর দৃশ্যধারণ শুরু হলো। কিন্তু বিপত্তি বাঁধলো অন্য জায়গায়। দৃশ্যটিতে সুবর্ণা ভালোই করলেন। কিন্তু ছেলে আজাদ মাকে হেয় করার কথা থাকলেও তিনি তেমন ফুটিয়ে তুলতে পারছেন না। মনে হচ্ছিলো, নাটকীয়তাকেও বাস্তব মনে করছেন আজাদ!

আজাদের এমন অবস্থার কারণ সুবর্ণা মুস্তাফা। তার সামনে সহজ-স্বাভাবিক নন আজাদ। আজাদের অভিব্যক্তি এমন যে, সুবর্ণা ম্যামকে অবহেলা করা যাচ্ছে না!

পরিচালক বারবার চেষ্টা করছেন। কিন্তু পারছিলেন না আজাদ। এগিয়ে এলেন সুবর্ণা। তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন দৃশ্যটিতে কীভাবে কাজ করতে হবে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় অবশেষে ‘ওকে’ বলে উদ্ধার হলেন পরিচালক।

মঙ্গলবার (২১ জুন) দুপুর ১২টায় উত্তরার আপনঘর-২ শুটিংবাড়িতে ‘বিকেল বেলার গল্প’ নাটকের শুটিংয়ের ঘটনা এটি। আজকাল ছেলেমেয়েরা হরহামেশা মাকে ‘সেকেলে’ বলে হেয় করে।

নাটকটির গল্পও তেমনই, বাস্তবভিত্তিক। এটি লিখেছেন তানভীর নেওয়াজ। সুবর্না মুস্তফা, তারিক আনাম, তৌসিফ মাহবুব, আজাদসহ আরও অনেকে অভিনয় করছেন ‘বিকেল বেলার গল্প’তে। ঈদে আরটিভিতে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৬
টিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।