ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এক পরিচালকের তিন নাটকে জন-অপর্ণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এক পরিচালকের তিন নাটকে জন-অপর্ণা ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এবারের রোজার ঈদ উপলক্ষে তিনটি নাটক পরিচালনা করছেন শাফায়েত মনসুর রানা। লক্ষণীয় ব্যাপার হলো, তিনটিতেই অভিনয় করছেন জন কবির ও অপর্ণা ঘোষ।

 

তিনটির মধ্যে ‘ইউ মি অ্যান্ড বেবি’র চিত্রায়ন সম্পন্ন হয়েছে কয়েকদিন আগে। এর গল্পে দেখা যাবে- প্রাপ্তবয়স্কদের উপযোগী একটি ওয়েবসাইটকে ঘিরে স্বামী-স্ত্রীর পারস্পরিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে এতে। জনের মোবাইলের বেবি নামে একটি নম্বর দেখে সন্দেহপ্রবণ হয়ে পড়েন অপর্ণা। এটি প্রচার হবে জিটিভিতে।  

মঙ্গলবার (২১ জুন) উত্তরার দিয়াবাড়িতে শেষ হলো ‘এক্স ওয়াই জেড’ নাটকের দৃশ্যধারণ। এতে জন ও অপর্ণার পাশাপাশি অভিনয় করেছেন হিল্লোল ও শাফায়েত মনসুর রানা। এটি প্রচার হবে আরটিভিতে।

নাটকটির গল্পে দেখা যাবে- এক কোটি টাকা অফিস থেকে উধাও! বস (শাফায়াত মনসুর রানা) কিংবা অন্য কর্মচারিরাও জানেন না টাকার হদিস। পুলিশ কর্মকর্তা (হিল্লোল) এসে তদন্ত শুরু করলেন। তার সন্দেহের চোখ এমন একজনের ওপর, যিনি ৫০ লাখ টাকা ও একটি ক্যামেরা ট্যাক্সিক্যাবে পেয়েও তা ফেরত দিয়েছিলেন। সেই ব্যক্তি (জন কবির) সবার কাছে ভালো ও সৎ হিসেবেই পরিচিত।

এদিকে পুলিশকর্তা অফিসের বসকেও ডেকে পাঠান জিজ্ঞাসাবাদের জন্য। তিনি ঘটনার দিন অফিসেই ছিলেন না। গিয়েছিলেন প্রেমিকার (অপর্ণা ঘোষ) সঙ্গে দেখা করতে। পুলিশকে এটা বলার পর বসের প্রেমিকারও ফেঁসে যাওয়ার জোগাড়! তাহলে চোর কে? ‘এক্স ওয়াই জেড’ এমনই রহস্যেঘেরা।

এদিকে গত বছর ঈদে প্রচারিত শাফায়াত মনসুর রানার রোমান্টিক-কমেডি নাটক ‘লাইক অ্যান্ড শেয়ার’ আলোচিত হয়। এতে দেখানো হয় তরুণরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝুঁকে আছে। এবারের ঈদে জিটিভিতে প্রচারের জন্য জন্য তৈরি হচ্ছে ‘লাইক অ্যান্ড শেয়ার রিলোডেড’। এই নাটকেও জন ও অপর্ণার পাশাপাশি অভিনয় করবেন পরিচালক।  

রানা বললেন, ‘আমি কিন্তু প্রথমত অভিনেতা। এর আগেও জন কবির ও অপর্ণার সঙ্গে অভিনয় করেছি। ’ তবে গানের মানুষ জন কবির বললেন, ‘শখে অভিনয় করি। আমি অভিনেতা নই। আড্ডাচ্ছলে এই কাজটা করে ভালোই লাগছে। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২১, ২০১৬
জেএম/এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।