ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তিন খানের কাছে কৃতজ্ঞ আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুন ২২, ২০১৬
তিন খানের কাছে কৃতজ্ঞ আনুশকা

হাতেগোনা কয়েকজন অভিনেত্রী রয়েছেন যারা বলিউডের তিন খানের সঙ্গেই অভিনয়ের সুযোগ পেয়েছেন, তাদেরই মধ্যে একজন আনুশকা শর্মা। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় তিন জনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এমনকি তার ভক্ত ও অনুরাগীর সংখ্যা না-কি খানদের হাত ধরেই বেড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন আনুশকা। এতে তার সহশিল্পী ছিলেন শাহরুখ খান। এরপর ২০১৪ সালে ‘পিকে’তে আমির খানের সঙ্গে অভিনয় করেন তিনি। খুব শিগগিরই সালমান খানের সঙ্গে ‘সুলতান’ছবিতে দেখা যাবে তাকে।

বলিউডের তিন খানের সঙ্গেই পর্দা ভাগাভাগি কর‍ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বলিউডের এই অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘তিন খানের সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। কারণ, ওই তিনজনের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে সম্ভাব্য সমস্ত অভিজ্ঞতা রয়েছে। তারা দু’দশকেরও বেশি সময় ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তাদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। ’
 
২৮ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, ‘বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেও সহশিল্পী বাছাইয়ের বিষয়টি তার ভাবনায় কখনও আসেনি। তার কাছে চিত্রনাট্য ও পরিচালকই অগ্রাধিকারের বিষয়।
 
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ২২, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।