ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আবার ‘নায়ক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুন ২২, ২০১৬
আবার ‘নায়ক’

পনেরো বছর আগের কথা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সাক্ষাৎকার দেওয়ার সময় বিরক্ত হয়ে টিভি সাংবাদিক শিবাজী রাওকে একদিনের মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেন।

এরপর একদিনেই আলোচিত সব কাজ করে সাংবাদিক থেকে জনগণের ‘নায়ক’ হয়ে যায় ওই সাংবাদিক। ‘নায়ক: দ্য রিয়েল হিরো’ ছবিতে দেখা গেছে এই গল্প।

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক থ্রিলার ধাঁচের ছবিটির নতুন কিস্তি তৈরির ঘোষণা এলো মঙ্গলবার (২১ জুন)। এর চিত্রনাট্য তৈরি করছেন ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘বাহুবলী’র লেখক কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। আগেরটির মতোই নতুন কিস্তিতেও রাজনৈতিক বিদ্রুপাত্মক গল্প বলা হবে। সঙ্গে পরতে পরতে থাকবে প্রেম।

মূল চরিত্র শিবাজী রাওয়ের সঙ্গে যুক্ত হবে নতুন নতুন চরিত্র। এবারও শিবাজী রাও চরিত্রে অভিনয় করবেন অনিল কাপুর। তবে তার নায়িকা হিসেবে রানী মুখার্জি এবার থাকছেন না। তার স্থলাভিষিক্ত কে হবেন তা জানানো হয়নি।  

‘নায়ক: দ্য রিয়েল হিরো’ ছিলো এস শঙ্করের তামিল ছবি ‘মুধালভান’-এর রিমেক। হিন্দিতে তিনিই পরিচালনা করেন এটি। নতুনটির পরিচালক কে থাকবেন তা জানা যায়নি। এটি যৌথভাবে প্রযোজনা করবে ইরোস ইন্টারন্যাশনাল ও সোহম রকস্টার এন্টারটেইনমেন্ট।

ইরোসের ব্যবস্থাপনা পরিচালক সুনীল লুল্লা বলেছেন, ‘মুক্তির পর আলোচনার ঢেউ তুলেছিলো ছবিটি। রাজনৈতিক বিদ্রুপাত্মক ছবিগুলোর মধ্যে এমন সাফল্য খুব কমই দেখা যায়। বর্তমান রাজনৈতিক ও পারিপার্শ্বিক অবস্থা এর সিক্যুয়েল পরিকল্পনার জন্য যুতসই সময়। ’

বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, জুন ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।