ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মাধুরীর কাঠখড় পোড়ানোর দিনগুলো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জুন ২২, ২০১৬
মাধুরীর কাঠখড় পোড়ানোর দিনগুলো মাধুরী দীক্ষিত

চলচ্চিত্র শিল্পে পায়ের মাটি শক্ত হওয়ার আগে কাঠখড় পোড়ানোর দিনগুলো ফিরে দেখলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। আগে তার মনে হতো, নায়িকা হওয়ার মতো যুতসই শারীরিক গড়ন কিংবা ফিটনেস নেই তার! এরপরও যা কিছু অর্জন করবেন ভেবেছিলেন সেগুলো যে সম্পন্ন করতে পেরেছেন তা নিয়ে দ্বিধা নেই ৪৯ বছর বয়সী এই অভিনেত্রীর।

নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সো ইউ থিংক ইউ ক্যান ড্যান্স-আব ইন্ডিয়া কি বারি’র একটি পর্বের চিত্রায়নে নস্টালজিক হয়ে পড়েন মাধুরী। এতে তিন বিচারকের একজন তিনি। অন্য দু’জন হলেন নৃত্য পরিচালক বোসকো মার্টিস ও টেরেন্স লুইস। এটি যৌথভাবে উপস্থাপনা করছেন ঋত্বিক ধানজানি ও মৌনি রয়।

মাধুরী একবার বলেছিলেন, নিজেকে সুন্দরী মনে করেন না তিনি। এই প্রসঙ্গে উপস্থাপিকা মৌনি জানতে চাইলে ‘ধাক ধাক’ কন্যা বলেন, ‘তখন ছিলো রূপালি পর্দায় আমার টিকে থাকার শুরুটা। সত্যি সত্যি ভাবতাম বলিউডের উপযোগী নায়িকা হওয়ার মতো ফিট নই আমি। বাইরে থেকে ক্রমাগত সমালোচনা হজম করতে হতো বলে এমন মনে করতাম। কিন্তু আমার সফলতার পথে এটা বাঁধা হতে পারেনি। আমি কঠোর পরিশ্রম করেছি। যা অর্জন করতে চেয়েছি আমি তা পেরেছি বলে মনে করি। ’

১৯৮৪ সালে ‘অবোধ’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় মাধুরীর। তিন দশকের বেশি সময় ধরে বলিউডের গুরুত্বপূর্ণ তারকাদের মধ্যে অন্যতম তিনি। তার উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘দিল’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘দেবদাস’, ‘কয়লা’, ‘আজা নাচলে’, ‘বেটা’, ‘সাজন’, ‘তেজাব’, ‘হাম তুমহারে হ্যায় সনম’, ‘গুলাব গ্যাং’ প্রভৃতি।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুন ২২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।