ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আকাশে অসুস্থ হয়ে স্ট্রেচারে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুন ২২, ২০১৬
আকাশে অসুস্থ হয়ে স্ট্রেচারে সেলমা ব্লেয়ার

উড়োজাহাজে চড়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হলেন হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ার। মেক্সিকোর দক্ষিণ-পূর্ব শহর কনকুনে বেড়াতে গিয়েছিলেন তিনি।

সঙ্গে ছিলো চার বছরের পুত্রসন্তান আর্থার সেইন্ট আর ডিজাইনার প্রাক্তন প্রেমিক জেসন ব্লেইক।

ডেল্টা ফ্লাইটে চড়ে সঙ্গীদের নিয়ে ফিরছিলেন সেলমা। তারা বসেছিলেন প্রথম শ্রেণীতেই। ধারণা করা হচ্ছে, ওষুধের নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে আকাশে উড্ডয়নের সময় অসুস্থ হয়ে পড়েন ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী। খবর টিএমজেডের।

অসুস্থ হয়ে পড়ায় সেলমাকে কনকুন থেকে স্ট্রেচারে করে নিয়ে আসা হয় গন্তব্যে। উড়োজাহাজ অবতরণের পর মেডিক্যাল কর্মীরা এসে ‘হেলবয়’ তারকাকে নিচে নামতে সহায়তা করেন। তাকে ভর্তি করা হয় কাছের একটি হাসপাতালে।

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে ‘ক্রুয়েল ইনটেনশন্স’ তারকা সেলমা উল্লেখ করেন, সন্তানকে নিয়ে একা পথচলা মায়ের জন্য চ্যালেঞ্জ। তিনি মনে করেন, মাতৃত্বের স্বাদ নিতে বড্ড দেরি করে ফেলেছেন। তবে অন্য উপায় ছিলো না বলেও দাবি তার।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ২২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।