ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তৌকীরের ছবিতে জাহিদ-মোশাররফ-তিশা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুন ২২, ২০১৬
তৌকীরের ছবিতে জাহিদ-মোশাররফ-তিশা (বাঁ থেকে) তৌকীর আহমেদ, জাহিদ হাসান, মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা

তৌকীর আহমেদ, জাহিদ হাসান ও মোশাররফ করিম- তিনজনই নাট্যকেন্দ্রের সদস্য। মঞ্চের একই নাট্যদলের এই তিনজন কাজ করতে যাচ্ছেন একসঙ্গে।

 

তৌকীরের পরিচালনায় 'হালদা' নামের একটি ছবিতে দেখা যাবে জাহিদ ও মোশাররফকে। সঙ্গে থাকছেন নুসরাত ইমরোজ তিশা।  

চট্টগ্রামের হালদা নদীকে ঘিরেই এর গল্প। এতে জাহিদকে দেখা যাবে মূল খল চরিত্রে। মোশাররফ থাকছেন জেলের ভূমিকায়। আর তিশা অভিনয় করবেন স্বপ্নবাজ তরুণীর চরিত্রে। এ ছাড়াও থাকবেন দিলারা জামান, ফজলুর রহমান বাবু ও রুনা খান।  

তৌকীর বাংলানিউজকে জানান, 'আমরা অভিনয়শিল্পী চূড়ান্ত করেছি। এখন অন্যান্য আরও অনেক প্রস্তুতি নিতে হচ্ছে। এটি হালদা নদী ও এর আশপাশের অঞ্চলের নারীদের সংবেদনশীল গল্প। আগস্টে দৃশ্যধারণ শুরু করতে পারবো আশা করি। '

গত মাসে তৌকীর আহমেদ পরিচালিত 'অজ্ঞাতনামা' ছবিটি ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে দেখানো হয়েছে। এখানে অংশ নিয়েছেন তৌকীর ও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের কর্তাব্যক্তিরা।  ইতালির একটি উৎসবেও অংশ নিয়ে পুরস্কৃত হয়েছে এটি। ছবিটি মুক্তি পাবে শিগগিরই।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুন ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।