ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

'এখানকার কাঁচালঙ্কায় খুব ঝাল'

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুন ২২, ২০১৬
'এখানকার কাঁচালঙ্কায় খুব ঝাল' শাকিব খান ও শ্রাবন্তী

ঢাকায় এসে দুপুরে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সেই গল্প রসিয়ে রসিয়ে বলে আরেকবার তৃপ্তির ঢেঁকুর তুললেন তিনি।

দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত 'শিকারি' ছবিতে অভিনয়ের সুবাদে এ নিয়ে দ্বিতীয়বার এপারে এলেন। বুধবার বিকেলে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ছবিটির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ২৮ বছর বয়সী এই তারকা। 'শিকারি'র নায়ক শাকিব খানকেও পাওয়া গেলো এখানে। ঈদ উপলক্ষে মুক্তি প্রতীক্ষিত ছবিটির প্রচারণার লক্ষ্যেই শ্রাবন্তীর আসা 

শ্রাবন্তীর সঙ্গে খুনসুটি করে 'শিকারি'র এপারের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া স্বত্ত্বাধিকারী আব্দুল আজিজ বলেন, 'শ্রাবন্তী খুব বেশি কাঁচামরিচ খায়। ইলিশের মতো কাঁচামরিচও ওর খুব প্রিয়। ' 

একথা মেনে নিয়ে হাসিতে গড়াগড়ি খেলেন বরিশালের মেয়ে শ্রাবন্তী। তিনি বলেন, 'কাঁচালঙ্কা ছাড়া আমি ভাত খেতে পারি না। তবে কলকাতার চেয়ে এখানকার কাঁচালঙ্কা খুব বেশি ঝাল। '

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।