ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দীপিকার যা কখনও পরিবর্তন হবে না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
দীপিকার যা কখনও পরিবর্তন হবে না

বাস্তব জীবন ও রূপালি পর্দার সবচেয়ে মিষ্টি জুটি হচ্ছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘রাম লীলা’ ছবিতে অভিনয়ের পর থেকে একে অপরের সঙ্গে প্রেম করছেন তারা।

তবে এ কথা এখনও নিজের মুখে স্বীকার করেননি তারা কেউ। এমনকি রণবীর যে দীপিকার জীবনের একটি অংশ সেটিও কখনও কাউকে বুঝতে দেননি। তবে তারা যে প্রেম করছেন তার আভাষ দিয়েছেন বেশ কয়েকবার।

অন্যান্য সব তারকাদের মতো এই জুটিরও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিলো। তবে এসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যাথা নেই তাদের মাঝে।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসের দেওয়া এক সাক্ষ‍াৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘প্রতিক্রিয়া জানোনোর কিছু নেই। কোনো গুঞ্জন নিয়ে আমি প্রতিক্রিয়া জানাই না। নিকট ভবিষ্যতে এ সিদ্ধান্ত পরিবর্তনের পরিকল্পনা নেই। ’

৩০ বছর বয়সী এই অভিনেত্রীকে রণবীরের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এর আগেও এ বিষয়ে কিছু বলিনি এবং এখনো কিছু বলতে চাই না। সে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলো এবং থাকবে। এর কোনো পরিবর্তন হবে না। ’

বাংলাদেশ সময়: ১১২৬, ঘণ্টা, জুন ২৩, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।