ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আমাদের কেউ দেখতে চান না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
আমাদের কেউ দেখতে চান না

কারিনা-সাইফ জুটি একসঙ্গে অভিনয় করেছেন ‘তাশান’ ও ‘কুরবান’ ছবিতে। তবে কারিনা এখন মনে করছেন তাকে এবং তার স্বামী সাইফ আলী খানকে নির্মাতারা অনেকদিন পর্দায় জুটি হিসেবে পাননি।

সাঈফ-কারিনাকে আবার কবে পর্দায় দেখা যাবে? এ প্রসঙ্গে আইএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘আমি ভুলেই গেছি কতোদিন আগে আমরা একসঙ্গে কাজ করেছি। তবে মনে হচ্ছে ২০ বছর হয়ে গেছে! কিন্তু এখনও পর্যন্ত কোনো নির্মাতা আমাদেরকে নিয়ে কোনো ছবির প্রস্তাব দেননি। আমার মনে হয় না যে তারা আমাদেরকে পর্দায় দেখতে চান। ’

৩৫ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, ‘আমাদের দু’জনকে নিয়ে কাজ করার জন্য কোনো নির্মাতাই চিত্রনাট্য নিয়ে আসছেন না। আমরা একসঙ্গে কাজ করছি না আমার কাছে এটা কোনো ব্যাপার না। কারণ আমি সাইফকে সবসময় আমার বাড়িতেই দেখতে পাই। ’

এদিকে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘উড়তা পঞ্জাব’ ছবিতে কারিনা কাপুর একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন। এতে তার পাশাপাশি আরও অভিনয় করেছেন তার প্রাক্তন প্রেমিক শহিদ কাপুর ও আলিয়া ভাট।

২০১৫ সালে ‘ফ্যান্টম’ ছবি নিয়ে সর্বশেষ পর্দায় হাজির হয়েছিলেন সাইফ আলী খান। এবার তাকে দেখা যাবে কঙ্গনা ও শহিদ কাপুরের সঙ্গে ‘রেঙ্গুন’ ছবিতে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
জেএমএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।