ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমিকের জন্য আনুশকার বিশেষ আয়োজন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
প্রেমিকের জন্য আনুশকার বিশেষ আয়োজন! বিরাট কোহলি ও আনুশকা শর্মা

বলিউডের সবচেয়ে আলোচিত জুটি হচ্ছেন আনুশকা শর্মা এবং বিরাট কোহলি। কারণ, মাঝে তারা প্রেমের সম্পর্কের পাট চুকিয়ে ফেলেছেন বলে শোনা গিয়েছিলো।

তবে আবার এক হয়েছেন।

কিছুদিন পরেই মুক্তি পাবে আনুশকা অভিনীত ‘সুলতান’। শোনা যাচ্ছে, বিরাটের জন্য ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করছেন বলিউডের এই অভিনেত্রী।

আনুশকার একটি ঘনিষ্ঠসূত্র বলেন, ‘রব নে বানাদি জোড়ি’খ্যাত এই তারকার জন্য এটি একটি বিশেষ ছবি কারণ এতে প্রথমবারের মতো কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। তাই তিনি ছবিতে তার চরিত্রটি সম্পর্কে কাছের মানুষের প্রতিক্রিয়া জানতে চাইছেন। এ জন্য তিনি বিরাটের জন্য ‘সুলতান’-এর একটি বিশেষ প্রদশর্নীর আয়োজন করেছেন।    

ওই সূত্র আরও বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল তার আগেই বিশেষ প্রদর্শনীটি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিকে এ সিনেমার প্রযোজনা সংস্থাটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন না। করলেও তাতে হাতেগোনা কয়েকজন তারকা থাকেন। তাই ধারণা করা হচ্ছে সিনেমা মুক্তির আগের দিন অথবা মুক্তির দিনেই এ প্রদর্শনীর আয়োজন করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।