ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শ্রাবন্তীর সঙ্গে শাকিব ও শুভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
শ্রাবন্তীর সঙ্গে শাকিব ও শুভ ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘আমরা স্বীকার করি বা নাই করি, আমাদের চলচ্চিত্রের পরিস্থিতি ভালো নয়। আমরা সবাই চেষ্টা করছি।

এপার বাংলা ওপার বাংলা সবাই মিলে চেষ্টা করছি। ’ কথাগুলো বলেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

বুধবার (২২ জুন) বিকেলে ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘শিকারী’ ছবির প্রচারে ঢাকা ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন চলচ্চিত্রের নতুন জুটি শাকিব খান ও শ্রাবন্তী। জাজ মাল্টিমিডিয়া আয়োজিত অনুষ্ঠানে ‘শিকারী’র টিমকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন আরিফিন শুভ। তিনি যৌথ প্রযোজনার ইতিবাচক দিক তুলে ধরে জানান, দুই বাংলার মানুষ একই ভাষায় কথা বলে, একই ভাষায় হাসে ও কাঁদে। তাই যৌথ প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রের উন্নয়ন ঘটানোর জন্য তারা চেষ্টা করছেন।

অনুষ্ঠানে জাজের সত্ত্বাধিকারী আব্দুল আজিজ জানান, সিনেমার প্রচারে এক তারকার অনুষ্ঠানে অন্য তারকা যান না। এ দিক দিয়ে শুভ ব্যতিক্রম। শাকিবকে শুভেচ্ছা জানাতে ছুটে এসেছেন তিনি। অনুষ্ঠানে আরেক নায়ক বাপ্পিরও হাজির থাকার কথা ছিলো। কক্সবাজারে শুটিংয়ে থাকায় তিনি যোগ দিতে পারেননি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী রোজিনা, অভিনেতা ওমর সানি, নাদের চৌধুরী, কায়েস আরজু, চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু, সংগীতশিল্পী প্রীতম আহমেদ, শফিক তুহিন, পুলক অধিকারী প্রমুখ।  

‘শিকারী’ শাকিবের দ্বিতীয় হলেও শুভর প্রথম যৌথ প্রযোজনার ছবি ‘নিয়তি’। কিছুদিন আগে এটি মুক্তি পায়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এসও      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।