ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তপন চৌধুরীর নতুন গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
তপন চৌধুরীর নতুন গান তপন চৌধুরী

শ্রোতাপ্রিয় অনেক গানের শিল্পী তপন চৌধুরী। তার গায়কীর ভক্ত প্রচুর।

দীর্ঘদিন ধরে তিনি নতুন গান করছেন না।  আসছে ঈদেই গানটি শুনতে পারবেন ভক্তরা।  

ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘দ্বারা দিয়া কর্তৃক’-এর জন্য নতুন গানটি গেয়েছেন তপন চৌধুরী। বুধবার (২২ জুন) রাজধানীর একটি অডিও স্টুডিওতে গানটির কন্ঠধারণের কাজ সম্পন্ন হয়। গানটির কথা লিখেছেন আহসান কবির। সুর করেছেন জিয়াউল হাসান পিয়াল।

আসিফ রহমান ও আলমগীর রাসেলের প্রযোজনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘দ্বারা দিয়া কর্তৃক’ বৈশাখী টেলিভিশনে প্রচারি হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৩টা ৫ মিনিটে। এটি উপস্থাপনা করেছেন আহসান কবির।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।