ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

স্বপ্নের আয়োজন, বিরতিহীন বিনোদন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
স্বপ্নের আয়োজন, বিরতিহীন বিনোদন ‘কথোপকথন’ নাটকে (বাঁ থেকে) তাহসান, মিথিলা ও অপূর্ব

বেসরকারি চ্যানেল জিটিভি গত বছরের ঈদুল আজহায় রাত্রিকালীন সব অনুষ্ঠান বিরতিহীনভাবে প্রচার করে দর্শকমহলে প্রশংসিত হয়। এবারের ঈদেও থাকছে সেই ধারাবাহিকতা।

এটাকে তারা বলছেন, ‘স্বপ্নের আয়োজন, বিরতিহীন বিনোদন’।

জানা গেছে, রোজার ঈদের সব নাটক, টেলিছবি, পূর্ণদৈর্ঘ্য ছবি ও বিনোদনমূলক অনুষ্ঠানের মাঝে কোনো বিজ্ঞাপন বিরতি রাখবে না জিটিভি। ঈদের দিন থেকে সাতদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত সব অনুষ্ঠান বিজ্ঞাপন বিরতিহীন প্রচার করবে চ্যানেলটি।

একাধিক ফেস্টের সমন্বয়ে ঈদ আয়োজন সাজিয়েছে জিটিভি। এর মধ্যে নাটকের বিভাগ তিনটি। প্রেমের সব একক নাটক নিয়ে থাকবে ‘রোমান্টিক ফেস্ট’। অভিনেতা মোশাররফ করিমের সাতটি ভিন্নধারার কমেডি নাটক নিয়ে রয়েছে ‘কমেডি ফেস্ট’। তার একটি ধারাবাহিক নাটকও থাকছে।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, বরিশাল, পাবনা ও খুলনার আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক নিয়ে আছে ‘আঞ্চলিক ফেস্ট’। ‘আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্ট’ আয়োজনে উৎসবে বিজয়ী বাংলাদেশ, ইরান, কোরিয়া, ভারত, ফ্রান্স, ইতালিসহ বিভিন্ন দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখা যাবে। বিরতিহীন ঈদ আয়োজনে আরও থাকছে ‘টেলিফিল্ম ফেস্ট’।

দেশের বিনোদন ও ক্রিকেট তারকাদের নিয়ে ‘সেলিব্রেটি ফেস্ট’-এ সামিয়া আফরিনের উপস্থাপনায় অংশগ্রহণ করবেন সস্ত্রীক ক্রিকেটার তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, অভিনেত্রী শমী কায়সার, আফসানা মিমি, অপি করিম, তারিন, চঞ্চল চৌধুরী, নির্মাতা অমিতাভ রেজা প্রমুখ।

প্রতিদিন তিনটি করে সাতটি প্রেমের ছবি নিয়ে ‘রোমান্টিক সিনে ফেস্ট’, আরও সাতটি বাংলা ছবি নিয়ে ‘লেট নাইট সিনে ফেস্ট’ এবং দুপুরে সাতটি সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবির ‘ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার’ হবে জিটিভিতে। হলিউডের অ্যানিমেটেড ও ব্লকবাস্টার ছবি নিয়ে কিডস সিনে ফেস্টে থাকবে ‘আইস এজ’-এর মতো দুনিয়া কাঁপানো ছবি।  

জিটিভি কর্তৃপক্ষের দাবি, দর্শকদের ভালোবাসায় তারা অব্যাহত রেখেছেন বিরতিহীন ঈদ আয়োজন। এই উদ্যোগ দেশের টেলিভিশন সম্প্রচার ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

বাংলাদেশ সময় : ০১৪১ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।