ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মিনারের প্রশংসায় হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
মিনারের প্রশংসায় হাবিব মিনার ও হাবিবের সেলফি

“নিজের জন্য ছাড়া মিনার সাধারণত গান লেখে না। মজার ব্যাপার হচ্ছে আমার জন্য একটি গান লিখেছে ও।

‘তুমিহীনা’ নামে গানটি আমার নতুন অ্যালবামে থাকছে। এই গানটা নিয়ে আমি খুব খুশি”- বলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।  

সম্প্রতি হাবিবের সুরে একটি গান লিখেছেন সংগীতশিল্পী মিনার। এর আগে নিজের বাইরে ২০১৪ সালে ‘কতোদূর’ গানটি তিনি লিখেছিলেন তাহসানের জন্য। এর সুর ও সংগীত পরিচালনা করেন সাজিদ।  

তার কথায়, ‘আমি সচরাচর নিজে গাওয়ার জন্যই গান লিখি। এ নিয়ে দ্বিতীয়বার অন্য কারও জন্য লিখলাম। এবার লিখেছি আমাদের সেরা সংগীতশিল্পীদের মধ্যে হাবিব ভাইয়ের জন্য। তিনি যে সুর করেছেন, এককথায় অসাধারণ। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। ‘তুমিহীনা’ শিগগিরই আসবে। মনে হচ্ছে, গানটা উড়ে বেড়াবে শ্রোতাদের মনে। ”

হাবিব ও মিনার জুটি ‘তুমিহীনা’ নিয়ে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন। এখানে তারা গানটি সম্পর্কে কিছু ধারণা দিয়েছেন। ভিডিওতে মিনারের সদ্য প্রকাশিত ‘ঝুম’ গানেরও প্রশংসা করেন হাবিব।  

* হাবিব ও মিনারের কথোপকথনের ভিডিও দেখতে ক্লিক করুন : 

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।