ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

লাগেজ অদল-বদল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
লাগেজ অদল-বদল শ্রদ্ধা কাপুর ও নেহা কাক্কার

ভারতের মুম্বাই থেকে আহমেদাবাদে যাওয়ার পথে সম্প্রতি একই উড়োজাহাজে উঠেছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও সংগীতশিল্পী নেহা কাক্কার। মজার ব্যাপার হলো, শুভেচ্ছার পাশাপাশি যাত্রা শেষে লাগেজ বিনিময় করলেন তারা!

জানা গেছে, শ্রদ্ধা ও নেহার লাগেজ একই ব্র্যান্ডের, একই রঙের।

এ কারণেই মূলত কেউ চট করে বুঝতে পারেননি। ফলে শ্রদ্ধার কাছে নেহার ব্যাগ আর নেহা নিয়ে আসেন শ্রদ্ধার ব্যাগ!

উড়োজাহাজটি মুম্বাইয়ে অবতরণের পর কনভেয়র বেল্ট থেকে ভুলে শ্রদ্ধার ব্যাগ নিয়ে চলে যান নেহার সহকারীরা। একইভাবে সেখান থেকে নেহার ব্যাগ চলে আসেন শ্রদ্ধার কর্মচারিরা। কেউই বুঝতে পারেননি তাদের লাগেজ অদল-বদল হয়ে গেছে।

গন্তব্যে পৌঁছানোর পর নেহা ব্যাগ খোলার চেষ্টা করলেও লকের সম্মিলন কাজ না করায় ব্যর্থ হন। এরপর সংগীত পরিবেশন ও ঘোরাফেরা করার পর ফিরে এসে ২৮ বছর বয়সী এই গায়িকা আবার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। ওইদিনই উড়োজাহাজ কর্তৃপক্ষ নেহার ম্যানেজারকে ফোন করে জানান, তাদের ব্যাগ অদলবদল হয়ে গেছে।

শ্রদ্ধা তার গন্তব্যে গিয়ে ব্যাগের ওপর নেহার নামের স্টিকার দেখে বুঝতে পারেন ভুল হয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ ফোনে জানানোর পর ২৭ বছর বয়সী এই অভিনেত্রী নেহার ব্যাগ দিয়ে তারটি নিয়ে আসার জন্য পাঠান তার একজন কর্মচারিকে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।