ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আইফায় ইন্টারন্যাশনাল আইকন ফ্রিডা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
আইফায় ইন্টারন্যাশনাল আইকন ফ্রিডা ফ্রিডা পিন্টো

‘স্লামডগ মিলিনিয়ার’ তারকা ফ্রিডা পিন্টো প্রথমবারের মতো অংশ নিচ্ছেন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। স্পেনের মাদ্রিদে বসেছে এর ১৭তম আসর।

এ আয়োজনে ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হবে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া ভারতীয় অভিনেত্রী ফ্রিডাকে। এ খবর নিশ্চিত করেছেন আইফা দলের একজন সদস্য।

আইফা বলিউডের ‘অস্কার’ হিসেবে পরিচিত। প্রতি বছর এতে হিন্দি ছবির সেরাদের স্বীকৃতি দেওয়া হয়। এবারের আসরের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৩ জুন)।

বিনোদন দুনিয়ায় ফ্রিডার ক্যারিয়ার বেশি বড় নয়। এরই মধ্যে ‘স্লামডগ মিলিনিয়র’, ‘মাইরাল’, ‘ডে অব দ্য ফ্যালকন’, ‘ইমমর্টালস’, ‘ডেজার্ট ড্যান্সার’ এবং ‘রাইজ অব প্ল্যানেট অব দ্য এপস’-র মতো ছবির সুবাদে বিশ্ব চলচ্চিত্রে সমীহ আদায় করে নিয়েছেন তিনি।

শুধু চলচ্চিত্রে অভিনয় আর রূপালি পর্দার জৌলুসেই আবদ্ধ থাকেননি ফ্রিডা, ৩১ বছর বয়সী এই তারকা সামাজিক কর্মকান্ডেও নিয়মিতভাবে অংশ নেন। যেমন গার্লস রাইজিং প্রচারণা এবং হলিউডে লিঙ্গ বৈষম্য সমস্যা সমাধানে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য অন্য অভিনেত্রীদের সঙ্গে হাত মিলিয়েছেন।

আগামী ২৬ জুন আইফার গালা অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করবেন ফ্রিডা। এরপর যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে যোগ দিতে তিনি উড়াল দেবেন লস অ্যাঞ্জেলসের মনরোভিয়ার উদ্দেশে। ‘লেট গার্লস লার্ন’ শীর্ষক প্রচার অভিযানে যুক্ত হওয়াই তার লক্ষ্য। এটি হলো মেয়েদেরকে সাধারণ শিক্ষাগ্রহণে উদ্বুদ্ধ করতে সরকারি উদ্যোগ। মিশেলের দুই কন্যা শাশা ও মালিয়া এবং তাদের নানী মারিনা রবিনসন লাইবেরিয়া, মরক্কো ও স্পেনে সঙ্গী হবেন মিশেল ও ফ্রিডার সঙ্গে।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।