ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এখন কি আর সেই বয়স আছে!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
এখন কি আর সেই বয়স আছে! সালমা হায়েক

হলিউড অভিনেত্রী সালমা হায়েকের বয়স ৫০ ছুঁই ছুঁই করছে। অথচ এখনও তার সৌন্দর্যে টলে যেতে পারে যে কোনো বয়সের পুরুষ।

বিশ্বাস করুন আর না করুন, নিজের শারীরিক গড়ন নিয়ে তার আত্মবিশ্বাস কিন্তু প্রায় তলানিতে!

বয়সের দিক দিয়ে হাফ সেঞ্চুরি করার প্রাক্কালে শারীরিক গড়ন নিয়ে আত্মবিশ্বাস তেমন একটা পাচ্ছেন না সালমা। তার প্রায়ই মনে হয়, এখন কি আর সেই বয়স আছে! ৪৯ বছর বয়সী এই তারকা জানান, নিজেকে কেমন দেখাচ্ছে তা ভেবে প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন একসময়। খবর পিপল ম্যাগাজিনের।

সালমার কথায়, ‘পঞ্চাশ ছুঁয়ে ফেলতে যাচ্ছি, সুতরাং শারীরিক সৌন্দর্য নিয়ে দুশ্চিন্তা হওয়ারই কথা। আমি মনে করি, সবার বেলাতেই এটা নির্ভর করে নির্দিষ্ট দিনের ওপর। এমনও দিন আসে যখন নিজেকে দেখলে মনে হয়, আরে! এমনটাই তো চাচ্ছিলাম। তখন ভালোও লাগে। আবার এমনও দিন আসে নিজেকে দেখে অচেনা লাগে। এমন কেনো হলো, এটা কি সত্যিই আমি? এসব দুশ্চিন্তা ঝেঁকে বসে তখন। সুতরাং আমি মনে করি, এটা সবসময় ওঠানামা করে। এখানে উত্থান-পতন চলমান। ’

তবে দৈনন্দিন জীবনে কীভাবে ফুরফুরে থাকা যায় সেটা ভালো করেই জানেন সালমা। তার ভাষ্য, ‘নিজেকেই নিজের কাজ করতে হবে। শুধু করতে হবে বলেই করা নয়, আন্তরিকতা থাকা দরকার। মেয়ে হিসেবে আমি একটু অলস। তবে নিজেকে ও জীবনকে উদযাপন করে অভিজ্ঞতাকে জেনে নিতে হয়। '

সালমা হায়েক অভিনীত 'টেল অব টেলস' ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এতে তাকে দেখা যাবে এক রানীর ভূমিকায়। গত বছর ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে এর উদ্বোধনী প্রদর্শনী হয়।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।