ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ের জন্য মরিয়া সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
বিয়ের জন্য মরিয়া সালমান খান সালমান খান

কথিত প্রেমিকা লুলিয়া ভানটুরকে বিয়ে করবেন কি-না তা কৌশলে এড়িয়ে গেলেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে তিনি যে বিয়ের জন্য মুখিয়ে আছেন তা বোঝা গেলো ভালোভাবেই।

 

সালমান খোলাখুলি বললেন, বিয়ে করার জন্য তার আর তর সইছে না! ৫০ বছর বয়সী এই অভিনেতা জানান, তাকে নিয়ে মানুষের উপলব্ধি সঠিক নয়। তিনি বরাবরই বিয়ে করতে চেয়েছেন বলে দাবি করলেন। কিন্তু অন্য পক্ষের সম্মতি মেলেনি।  

সম্প্রতি সংগীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সারেগামাপা’য় নিজের নতুন ছবি ‘সুলতান’-এর প্রচারণা করতে গিয়েছিলেন সালমান। এখানকার প্রতিযোগী যুগপ্রীত বাজওয়া ‘দাবাং’ তারকার কাছে জীবনসঙ্গী পাওয়ার পরামর্শ চেয়ে বসেন। উত্তরে তিনি বলেন, 'তুমি ভুল মানুষকে বেছে নিয়েছো যুগপ্রীত। এ ব্যাপারে আমি সবসময়ই দুর্ভাগা। কিন্তু মনের মানুষ নিয়ে আমার সম্পর্কে মানুষের যে ধারণা আছে তার সবই ভুল। ’

সরস জবাব দিতে গিয়ে যোগ করে সালমান আরও বলেন, ‘সত্যিকার অর্থে আমি বিয়ে করার জন্য মুখিয়ে আছি। আর আমি বরাবরই অপর পক্ষের সম্মতির জন্য অপেক্ষা করছি। পুরুষদের কিছু বলার নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেয় নারীরাই। '

অনুষ্ঠানটির প্রতিযোগীদের পরামর্শদাতা গায়ক মিকা সিং বলেন, ‘আমি সালমান ভাইয়ের বিরাট ভক্ত। তার পথ অনুসরণ করি সবসময়। ভাই যখন বিয়ে করবেন, আমিও একই বছর বিয়ে করবো। ' 

সালমানের অংশ নেওয়া পর্বটি প্রচার হবে আগামী ২৬ জুন। এ অনুষ্ঠানের অন্য দুই পরামর্শদাতা সংগীত পরিচালক প্রীতম ও সাজিদ-ওয়াজিদ।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।