ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আলিয়ার দুই সপ্তাহের ছুটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
আলিয়ার দুই সপ্তাহের ছুটি আলিয়া ভাট

খোশমেজাজে আছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। হওয়ারই কথা, অভিষেক চৌবে পরিচালিত নতুন ছবি ‘উড়তা পাঞ্জাব’-এর সাফল্যের হাত ধরে তার ক্যারিয়ার উঠে গেলো আরও উঁচুতে।

এতে বিহারী মেয়ের চরিত্রে তার অভিনয় সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

আলিয়া বলেছেন, “এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ছবি ‘উড়তা পাঞ্জাব’। মেরি জেন চরিত্রটি ফুটিয়ে তোলা সহজ ব্যাপার ছিলো না। যে যন্ত্রণার মধ্য দিয়ে সে গেছে, তার সঙ্গে পরিচিত ছিলাম না। এ কাজ করতে গিয়ে পুরোপুরি ডুবে যেতে হয়েছিলো আমাকে। তাই আমার একটু বিরতি দরকার। ’

বোঝা যাচ্ছে, ‘উড়তা পাঞ্জাব’-এর কাজ করে অতিমাত্রায় ক্লান্তি চলে এসেছে আলিয়ার মধ্যে। তাই এবার আরাম করার পালা! এরই মধ্যে দুই সপ্তাহের ছুটিতে লন্ডনে বেড়াতে গেছেন ২৩ বছর বয়সী এই অভিনেত্রী। লন্ডন হলো তার প্রিয় শহরগুলোর একটি।

আলিয়ার সঙ্গে আছেন তার ছোটবেলার বান্ধবী আকাঙ্ক্ষা রঞ্জন। দু'জনে মিলে অবকাশযাপনের সময় তোলা বেশকিছু ছবি তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। আকাঙ্ক্ষার মতো চলচ্চিত্রাঙ্গনে কাজ করেন না এমন আরও কয়েকজন বান্ধবীর সঙ্গে ব্যস্ততা সত্ত্বেও নিয়মিত যোগাযোগ রাখেন আলিয়া। তিনি বলেছেন, ‘কর্মস্থলের বাইরে বন্ধু থাকা জরুরি বলে আমি মনে করি। আমরা লন্ডনে দুই সপ্তাহ হৈহুল্লোড়ে মেতে থাকবো। কেমন মজা করছি সবাই আমার ছবিতে তা দেখতে পারবে ইনস্টাগ্রামে। ’

এদিকে গৌরি শিন্ডের ‘ডিয়ার জিন্দেগি’ ছবির কাজও শেষ করেছেন আলিয়া। এতে তাকে দেখা যাবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।