ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

হর্ষবর্ধনকে ঘিরে বলিউডে হর্ষ (ট্রেলার)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
হর্ষবর্ধনকে ঘিরে বলিউডে হর্ষ (ট্রেলার) ‘মিরজিয়া’র দৃশ্যে হর্ষবর্ধন কাপুর

রাকেশ ওমপ্রকাশ মেহরার নতুন ছবি ‘মিরজিয়া’র ট্রেলার মুক্তি পেলো। গত ২৩ জুন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ১৭তম আসরের পয়লা দিন শুরু হয় এটি দেখিয়ে।

এতে নতুন জুটি হর্ষবর্ধন কাপুর ও স্যায়ামি খেরের কাজ দেখে মুগ্ধ গোটা বলিউড। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সবাই তাদের প্রশংসা করেছেন।

অভিনেতা অনিল কাপুর পুত্র হর্ষবর্ধন বলিউডে অভিষেকের জন্য নিঃসন্দেহে ঠিক ছবিটিই বেছে নিয়েছেন বলে মনে করছেন সবাই। তার প্রশংসায় বুঁদ হয়ে আছে বলিউড। সুপারস্টার আমির খান বলেছেন, ‘অভিনন্দন মেহরা! ছবিটার দৃশ্যাবলি চোখধাঁধানো। মিরজিয়ার ভূমিকায় দারুণ মানিয়ে গেছে হর্ষ। স্যায়ামিকেও সুন্দর লাগছে। শুভকামনা সবাইকে। ’

অনুপম খের বলেন, ‘প্রিয় হর্ষ, এতোদিন তোমাকে সবাই অনিল কাপুরের ছেলে হিসেবে জানতো। কিন্তু আজ থেকে সবাই ওকে চিনবে হর্ষবর্ধনের বাবা হিসেবে। তুমি চমৎকার কাজ করেছো। ’

এসব প্রশংসা দেখে হর্ষবর্ধনের পরিবার তো দারুণ উচ্ছ্বসিত। তার বোন সোনম কাপুর ট্রেলার প্রকাশের খবর জানিয়ে মন্তব্য করেন, এটি উত্তেজনাপূর্ণ। চাচাত ভাই অর্জুন কাপুর লিখেছেন, ‘৭ অক্টোবর যে কবে আসবে! ছবিটাকে অসাধারণ মনে হচ্ছে। আমার আর তর সইছে না! ভাই হিসেবে ওর জন্য গর্ব হচ্ছে। ’ অনিল কাপুর টুইটারে লিখেছেন ‘দারুণ প্রেমের চোখধাঁধানো ছবির জন্য রাকেশ ওমপ্রকাশ মেহরার প্রশংসা করতেই হয়। সাবাশ!’

বরুণ ধাওয়ান বলেন, ‘চোখধাঁধানো। এ ছবি দেখার জন্য মুখিয়ে আছি। হর্ষবর্ধনকে দারুণ লাগছে। ’ অভিনেত্রীদের মধ্যে জ্যাকলিন ফার্নান্দেজ লিখেছেন, ‘ট্রেলারটি দেখুন। অসাধারণ। হর্ষবর্ধন, তোমাকে দেখে আমি উচ্ছ্বসিত। ’ আথিয়া শেঠি লিখেছেন, ‘চোখ ধাঁধানোর চেয়েও বেশি কিছু মনে হচ্ছে! এগিয়ে যাও হর্ষ। ’ নির্মাতা করণ জোহর বলেছেন, ‘কী দারুণ ট্রেলার! দৃশ্যত উত্তেজনাপূর্ণ। ছবির দুনিয়ায় স্বাগতম হর্ষ ও স্যায়ামি। মনে হচ্ছে বিশাল কিছু হবে ছবিটা। ’

‘মিরজিয়া’র ট্রেলারেই বোঝা যায় সংশ্লিষ্টদের কঠোর পরিশ্রম ও দূরদর্শিতা। ইউটিউবে এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ১৫ লাখ বারেরও বেশি। এ ছবিতে দুর্দান্ত চিত্রনাট্য, সংগীত ও তীক্ষ্মতার নিখুঁত সমন্বয় ঘটেছে বলে মন্তব্য তাদের। এর গল্প মিরজিয়ার সঙ্গে সাহিবার দুটি পৃথক সময়ের প্রেমকে ঘিরে।

‘ভাগ মিলখা ভাগ’ ও ‘রঙ দে বাসন্তী’র পরিচালক রাকেশ মেহরা জানান, ৩০ বছর ধরে গল্পটা তার মাথায় ঘুরছিলো। গুলজার স্যার গল্পটা লিখে দিতে রাজি হওয়ায় আমি ধন্য। তার সঙ্গে কাজ করতে পারা আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবেই দেখছি। ’

* ‘মিরজিয়া’ ছবির ট্রেলার :

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।