ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘কথা শুনলে উপহার, না শুনলে পরপার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
‘কথা শুনলে উপহার, না শুনলে পরপার’

কক্সবাজারে ‘আমি তোমার হতে চাই’ চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি ও নায়িকা বিদ্যা সিনহা মিম। টানা কাজে অংশ নিলেও ক্লান্ত নন ছবিটির শিল্পী ও কলাকুশলীরা।

‘অামি তোমার হতে চাই’ প্রসঙ্গে বাপ্পি বলেন, ‘ছবিটি নিয়ে আমি উচ্ছ্বসিত। কারণ গল্পে বেশকিছু বাঁকবদল রয়েছে। এখানে আমরা বেশ মজা করছি। একটি সংলাপ আমাদের কাজের গতি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ’

ছবিটিতে বাপ্পিকে দেখা যাবে অাবীর চরিত্রে। ছেলেটা একই সঙ্গে প্রেমিক ও গ্যাংস্টার। তিনি বলেন, “চরিত্রের প্রয়োজনে আমাকে গেটআপে পরিবর্তন আনতে হয়েছে। ছবিতে আবীরের মুখে একটি সংলাপ ঘুরেফিরে শুনতে পাবেন দর্শক। সংলাপটি হলো- ‘কথা শুনলে উপহার, না শুনলে পরপার’। হুমকির আভাস থাকলেও এটি শুনতে যেন আকর্ষণীয় লাগে, সেভাবেই উপস্থাপন করেছি। দেশীয় চলচ্চিত্রে নায়ক কিংবা ভিলেনের মুখে অনেক সংলাপ জনপ্রিয় হয়েছে। এটিও তেমন জনপ্রিয়তা পাবে বলে আমার মনে হচ্ছে। ’

‘আমি তোমার হতে চাই’ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনন্য মামুন ও সোমেশ্বর অলি। বাপ্পি আর মিমের পাশাপাশি এতে অভিনয় করছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, দিপালি, সীমান্ত আহমেদ প্রমুখ। এর আইটেম গানে নাচবেন বলিউডের রাখি সাওয়ান্ত।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।