ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখের বিএমডব্লিউকে আটকালো উদ্বাস্তু নারী (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
শাহরুখের বিএমডব্লিউকে আটকালো উদ্বাস্তু নারী (ভিডিও) শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের সদ্য কেনা নতুন বিএমডব্লিউ গাড়ির সামনে দাঁড়িয়ে পথ আটকালো উদ্বাস্তু এক নারী। মুম্বাইয়ের বান্দ্রায় ৫০ বছর বয়সী এই তারকার বাড়ি মান্নতের কাছেই গত ২৩ জুন সকালে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ ঘটনার ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন শাহরুখ। এতে দেখা যাচ্ছে, হুট করে পথ অবরোধ করে ওই গৃহহীন নারী গাড়ির সামনে এসে চালককে থামানোর অাকুতি করতে থাকেন।  

এদিকে টুইটারে ক'দিন আগে ২ কোটি অনুসারী হয়েছে শাহরুখের। ক্যারিয়ার জুড়ে ভালোবাসা পাওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ দিয়েছেন তিনি। একটি ভিডিও বার্তায় ভক্তদের সঙ্গে কথাবার্তা নিয়ে অনেক ঘটনার বর্ণনাও দিয়েছেন বলিউড বাদশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এটি।

শাহরুখ তখন চালকের আসনে ছিলেন কি-না তা পরিষ্কার নয়। কিন্তু ওই নারী গাড়ির কাছে গিয়ে তাকে শুভেচ্ছা জানানোর চেষ্টা করছেন। তবে 'চেন্নাই এক্সপ্রেস' তারকার দেহরক্ষীরা তড়িঘড়ি এসে ওই ভক্তকে সরিয়ে দেন। অন্য ভক্তদেরকেও দেখা গেছে।

শাহরুখের নতুন বিএমডব্লিউতে হরিয়ানার নম্বর প্লেট রয়েছে। এটি কেনা হয়েছে গুরগাঁওয়ের একটি শোরুম থেকে। গত সপ্তাহে মান্নতে তার বাংলোতে এটি আনা হয়। এর মূল্য ২ কোটি ৭৮ লাখ রুপি।

* শাহরুখ খানের গাড়ির সামনে উদ্বাস্তু নারীর ভিডিও দেখতে ক্লিক করুন :

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।