ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

উড়ছে কর্ণিয়ার ‘গাংচিল’ (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
উড়ছে কর্ণিয়ার ‘গাংচিল’ (ভিডিও) কর্ণিয়া

‘প্রচন্ড গরম। বাতাসের সঙ্গে বালি উড়ে চোখে পড়ছিলো।

চোখ খুলে ঠিক মতো তাকাতে পারছিলাম না। টানা তিনদিন আমরা কক্সবাজারে কাজ করেছি। ’ নতুন মিউজিক ভিডিওটির শুটিংয়ের অভিজ্ঞতা জানাচ্ছিলেন কর্ণিয়া। ‘পাওয়ার ভয়েস’খ্যাত এই গায়িকার নতুন গান ও ভিডিও ‘গাংচিল’ এখন ইউটিউবে।

শিল্পী জানান, শনিবার (২৫ জুন) ইউটিউবে প্রকাশিত হয়েছে। এই  গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানভীর খান। এটি প্রকাশ করেছেন গানচিল মিউজিক।

‘গাংচিল’ গানের ভিডিওটি নিয়ে কর্নিয়া বাংলানিউজকে জানান, সফট রকধাঁচের এই গানটির কথা ও সুরের সঙ্গে সামঞ্জস্য রেখে সহজ-সরলভাবে ভিডিও তৈরি করা হয়েছে। শুটিং হয়েছে কক্সবাজার ও ঢাকার বসুন্ধরার তিনশ’ ফিট এলাকায়। ব্যবহার করা হয়েছে ড্রোন।

কর্ণিয়ার সর্বশেষ মিউজিক ভিডিও প্রকাশ পায় গত বছর। আরফিন রুমির সুর-সংগীতে এর নাম ছিলো ‘হিরো’।

* কর্ণিয়ার ‘গাংচিল’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
জেএমএস/এসও
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।