ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

'ব্যাটম্যান' সুইফট!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
'ব্যাটম্যান' সুইফট! টেলর সুইফট

ফু ফাইটার্স ব্যান্ডের গায়ক ডেভ গ্রোল সম্প্রতি একটি সত্যি গল্প জানালেন। তার তরে ব্যাটম্যান সেজেছিলেন গায়িকা টেলর সুইফট।

এজন্যই স্যার পল ম্যাককার্টনির সামনে বিব্রত হওয়ার হাত থেকে বেঁচে গেছেন গ্রোল।

সম্প্রতি অ্যাকুস্টিক মেজাজের একটি সেটে ফু ফাইটার্স ব্যান্ডের নেতা গ্রোল দর্শক-শ্রোতাদের জানান, বিটলস ব্যান্ডের কিংবদন্তি ম্যাককার্টনির বাড়ির একটি কক্ষে বিখ্যাত বেশকিছু মানুষের সঙ্গে পার্টি করেছিলেন তিনি।

ঘরে একটা পিয়ানো ছিলো। পল ওটা বাজিয়ে গান গাইছিলেন। তার পরিবেশনা সবাইকে মুগ্ধতায় ভাসিয়েছে। তিনি গান শেষ করার পর প্রত্যেকে গ্রোলের দিকে এমনভাবে তাকালেন, যেন সবার চোখের ভাষা বলছে- 'ডেভ যাও, একটা গান গাও। '

কিন্তু সমস্যা হলো, ঘরে কোথাও ডানহাতি গিটার পাচ্ছিলেন না গ্রোল। কারণ ম্যাককার্টনি বাঁ-হাতে গিটার বাজান। ফলে পিয়ানোও বাজাতে পারছিলেন না ডেভ। এ পরিস্থিতি থেকে ৪৭ বছর বয়সী এই তারকাকে উদ্ধারে তখন এগিয়ে আসেন সুইফট। পিয়ানো বাজিয়ে তিনি পরিবেশন করেন গ্রোলের গান 'বেস্ট অব ইউ'।

তখন হাঁফ ছেড়ে বাঁচেন ডেভ গ্রোল। তিনি বলেন, 'আমার স্ত্রীর দিকে তাকিয়ে এমন ভাব করছিলাম যেন, গানটা তো আমারই! সুইফট তো আমার গানটাই গাইলো। তখন হৈহুল্লোড়ে মেতেছিলাম, সুইফট না এলে যে কি হতো!'

ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হওয়ার কারণে সুইফটকে 'ব্যাটম্যান' হিসেবে আখ্যা দিয়েছেন গ্রোল। যখনই সহযোগিতা প্রয়োজন ছিলো, ঠিক তখনই ২৬ বছর বয়সী এই গায়িকার আগমন ঘটেছে সেখানে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।