ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দীপিকা যখন রাঁধুনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
দীপিকা যখন রাঁধুনি

স্পেনের মাদ্রিদে বলিউড তারকারা যখন ছবি আর সেলফি তোলা আর স্প্যানিশ সুস্বাদু খাবারের স্বাদ নিতে ব্যস্ত, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তখন রান্নায় হাতটা ঝালিয়ে নিলেন।  

দীপিকা বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন।

এর মধ্যে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অংশ নিতে উড়াল দিতে হলো মাদ্রিদে। ঝলমলে এই আয়োজনে যোগ দেওয়ার আগে প্রখ্যাত রাঁধুনি গ্যাব্রিয়েলা লামাসের তত্ত্বাবধানে রান্না শিখে নেওয়ার সুযোগটা পেয়ে হাতছাড়া করলেন না তিনি।  

স্প্যানিশ একটি বিশেষ খাবার তৈরিতে গ্যাব্রিয়েলার সহকারী হিসেবে রান্নাঘরে দায়িত্ব পালন করেছেন দীপিকা। ইনস্টাগ্রামে সেই মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন ৩০ বছর বয়সী এই তারকা। ক্যাপশনে লিখেছেন, ‘রাঁধুনি গ্যাব্রিয়েলা লামাসের সঙ্গে রান্না করছি। ’ 

চলতি বছর ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছে দীপিকার। এতে তিনি অভিনয় করেছেন অ্যাকশন তারকা ভিন ডিজেলের সঙ্গে। সামনে সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবির কাজ করবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।