ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

একনজরে আইফার বিজয়ী তালিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
একনজরে আইফার বিজয়ী তালিকা আইফা পুরস্কার হাতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

২০০০ সাল থেকে শুরু হয়ে লন্ডন, দুবাই, ব্যাংকক, সিঙ্গাপুর, টরন্টো, চীন ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডস অনুষ্ঠান।  এর ১৭তম আসর অনুষ্ঠিত হলো স্পেনের মাদ্রিদে।



রোববার (২৬ জুন) বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। বলিউডের দুই অভিনেতা ফারহান আখতার ও শহিদ কাপুরের উপস্থাপনায় বিশ্বব্যাপী ৮০ কোটি দর্শক জমকালো এই আয়োজন উপভোগ করেন।  এবার ১৬টি মনোনয়নের মধ্যে ১৩টি শাখায় সেরা হয়েছে ‘বাজিরাও মাস্তানি’।  

একনজরে বিজয়ী তালিকা
চলচ্চিত্র:
বজরঙ্গি ভাইজান
অভিনেত্রী: দীপিকা পাড়ুকোন (পিকু)
অভিনেতা: রণবীর সিং (বাজিরাও মাস্তানি)
পরিচালক: সঞ্জয়লীলা বানসালি (বাজিরাও মাস্তানি)
গল্পকার: জুহি চতুর্বেদি (পিকু)
বর্ষসেরা নারী: প্রিয়াঙ্কা চোপড়া 
পার্শ্ব অভিনেত্রী: প্রিয়াঙ্কা চোপড়া (বাজিরাও মাস্তানি)
পার্শ্ব অভিনেতা: অনিল কাপুর (দিল ধাড়াকনে দো)
নবাগত অভিনেত্রী: ভূমি পেড়নেকর (দম লাগা কে হেইশা)
নবাগত অভিনেতা: ভিকি কৌশল (মাসান)
কৌতুক অভিনেতা: দীপক দোবরিয়াল (তনু ওয়েডস মনু রিটার্নস)
খল অভিনেতা: দর্শন কুমার (এনএইচটেন)
নবাগত জুটি: সুরজ পাঞ্চোলি ও আথিয়া শেঠি (হিরো)
গায়িকা: মোনালি ঠাকুর (মোহ মোহ কে ধাগে, দম লাগা কে হেইশা)
গায়ক: পাপন (মোহ মোহ কে ধাগে, দম লাগা কে হেইশা)
গীতিকার: বরুণ গ্রোভার (মোহ মোহ কে ধাগে, দম লাগা কে হেইশা)​​​
সংগীত পরিচালক: আমাল মালিক, মিট ব্রস অঞ্জন, অঙ্কিত তিওয়ারি (রয়)
আবহ সংগীত: সঞ্চিত বলহারা (বাজিরাও মাস্তানি)

কারিগরি শাখার পুরস্কার
নৃত্য পরিচালক: রেমো ডি’সুজা (পিঙ্গা, বাজিরাও মাস্তানি)
চিত্রনাট্য: বজরঙ্গি ভাইজান (কবির খান, পারভীজ শেখ, কে.ভি. বিজয়েন্দ্র প্রসাদ)
সংলাপ: পিকু (জুহি চতুর্বেদি)
চিত্রগ্রহণ: বাজিরাও মাস্তানি (সুদীপ চ্যাটার্জি)
অ্যাকশন: বাজিরাও মাস্তানি (স্যাম কৌশল)
পোশাক পরিকল্পনা: বাজিরাও মাস্তানি (অঞ্জু মোদি ও ম্যাক্সিমা বসু)
শব্দ প্রকৌশলী: তনয় গাজ্জার (দিওয়ানি মাস্তানি, বাজিরাও মাস্তানি)
রূপসজ্জাকর: বিক্রম গায়কোয়াড় (তনু ওয়েডস মনু রিটার্নস) 
স্পেশাল ইফেক্টস: বাজিরাও মাস্তানি
শিল্প নির্দেশনা: বাজিরাও মাস্তানি
শব্দসজ্জা: বাজিরাও মাস্তানি 
শব্দ মিশ্রণ: বদলাপুর
সম্পাদনা: তলবার

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।