ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘ঈদে আমাদের একমাত্র কাজ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
‘ঈদে আমাদের একমাত্র কাজ’ হিল্লোল ও নওশীন-ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘‘আমরা দু'জন জুটি হয়ে কাজ করতে চাই না, সেই কারণে এবারের ঈদে জুটি হয়ে আমাদের একমাত্র কাজ’’- ফেসবুক স্ট্যাটাসে একথা জানালেন অভিনেতা আদনান ফারুক হিল্লোল। সঙ্গে স্ত্রী নওশীনকে নিয়ে তোলা একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

 

খোঁজ নিয়ে জানা গেলো, ‘ইট কাঠের খাঁচার গল্প’ নামের একটি টেলিছবিতে অভিনয় করেছেন হিল্লোল-নওশীন দম্পতি। এটি লিখেছেন বদরুল আলম সৌদ, পরিচালনা করেছেন আরিফ খান।  

গল্পেও হিল্লোল-নওশীন দম্পতি। আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান হিল্লোল। এ কারণে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। কিন্তু পরে নিজের ভুলটা উপলব্ধি করেন হিল্লোল।  

হিল্লোল বললেন, ‘আমাদের আশপাশে অনেক দম্পতিই আছেন যারা এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হন। নাটকটি তাদের কথাই বলবে। ’

‘ইট কাঠের খাঁচার গল্প’তে আরও অভিনয় করেছেন শম্পা রেজা ও নামিরা। টেলিছবিটি ঈদে এসএ টিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।