ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কিরণ চন্দ্র রায়ের ‘মেঘ যামিনী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
কিরণ চন্দ্র রায়ের ‘মেঘ যামিনী’

বাঙালি সংস্কৃতির প্রাচীন গানের ধারা পদাবলী কীর্তনের সংকলন নিয়ে নিজের নতুন একক অ্যালবাম সাজালেন কিরণ চন্দ্র রায়। এর নাম রাখা হয়েছে ‘মেঘ যামিনী’।

 

গানগুলোর মধ্যে রয়েছে জ্ঞান দাসের ‘রূপ লাগি আঁখি ঝুরে’ ও ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু’, বিদ্যাপতির ‘মাধব বহুত মিনতি করি’ ও ‘আজু রজনী হম ভাগে গমওল’, গোবিন্দ দাসের ‘ঢল ঢল কাঁচা অঙ্গের লাবনি’ ও ‘মেঘ যামিনী চললি কামিনী’।  

অন্য গানগুলো হলো- ‘সই, কেবা শুনাইল শ্যাম’ (দ্বিজচন্ডীদাস), ‘গোঠে আমি যাব মাগো’ (বলরাম দাস), ‘ঐ বেণু বাজে’ (অজ্ঞাত) এবং ‘অল্প বয়সে মোর’ (যদু)।  

‘মেঘ যামিনী’র সব গানের যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। ঈদ উপলক্ষে অ্যালবামটি বাজারে এনেছে বেঙ্গল ফাউন্ডেশন।  

অ্যালবামটি পাওয়া যাবে শাহবাগ আজিজ মার্কেটের সুরের মেলা, সুরকল্লোল, পাঠক সমাবেশ, নিউমার্কেট সংলগ্ন গানের ডালি, এলিফ্যান্ট রোডের গানের ভুবন, পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল ৬-এর গীতাঞ্জলী, বনানী ও ধানমণ্ডির অরণ্য ক্রাফটস বিক্রয়কেন্দ্র, গুলশান ১ নম্বরের কুমুদিনী হ্যান্ডিক্র্যাফট্স, ধামমন্ডি রাপা প্লাজার হলিউড, বেইলি রোডের সাগর পাবলিশার্স, চট্টগ্রামের প্রেসক্লাব সংলগ্ন বাতিঘর ও লালখান বাজারের রাগেশ্রী বিক্রয়কেন্দ্র, সিলেটের জিন্দাবাজারের বইপত্রসহ ধানমণ্ডির রবীন্দ্র সরোবরের সন্নিকটে ৭/এ সড়কের জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠের বিক্রয়কেন্দ্রে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।