ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘সত্যি করে বল’ ও আরফিন রুমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
‘সত্যি করে বল’ ও আরফিন রুমি আরফিন রুমি

তিনটি গানে সাজানো নতুন একক অ্যালবাম বের করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি। এর নাম রাখা হয়েছে ‘সত্যি করে বল’।

এতে রয়েছে তিনটি গান।

একটি গেয়েছেন রুমি একাই। এর শিরোনাম ‘তোকে আমি’। বাকি দুটি দ্বৈত গান। এর মধ্যে ‘সত্যি করে বল’ গানে পড়শী আর ‘হৃদয় দুভাগ হলে’ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ঐশী। একটির কথা লিখেছেন জাহিদ আকবর, দুটি গানের কথা ফয়সাল রাব্বিকীনের লেখা।  

আরফিন রুমি বললেন, ‘অনেক আগে এ প্রজেক্টটি শুরু করেছিলাম। সময় নিয়ে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। তিনটি গানই রোমান্টিক ঘরানার। কথা, সুর ও সংগীতে ভিন্নতা খুঁজে পাবেন শ্রোতারা। ’

রোজার ঈদ উপলক্ষে আগামী কিছুদিনের মধ্যে অ্যালবামটি বাজারে আনবে ঈগল মিউজিক। ঈদের পরপরই তৈরি হবে আরফিন রুমির গাওয়া ‘তোকে আমি’ গানের মিউজিক ভিডিও।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।