ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বৃক্ষপ্রেমী অপি করিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
বৃক্ষপ্রেমী অপি করিম ‘অপর পৃষ্ঠার গল্প’ নাটকে অপি করিম

অপি করিমের নাম রাত্রী। মেয়েটাকে গ্রামে কেউ চেনে না।

এখানে একটা নদী আছে। নদীর পাশে স্কুল ঘর। এক মেঘলা দিনে সে গাছ খুঁজতে আসে। দূরে একটি একা বটগাছ। সেখানে প্রচুর হাওয়া। তার হাসিতে মিঠা রোদ নামে। ঝলমল করে ওঠে প্রিয় গাছ। রোদে লেগে যায় তার হাসি। রোদ পড়লে নদীতে ভাসতে ভাসতে তার মন উদাস হয়ে যায়।  

রাত্রী ভাবে নদীর সঙ্গে মিলে নতুন জীবন শুরু করবে। একটা সরল জীবন। তার উদাস লাগলে সে এই রকম একলা বসে থাকে নদীর সঙ্গে। তখন মাঝি হাসন রাজার গান ধরে। একদিন রাত্রীকে মোস্তফা স্যার একটা বই দেয়। বইটার নাম- দেশে ফেরার খাতা।

অপি করিম শহরের চেয়ে গ্রাম তার বেশি পছন্দ। কিন্তু শহরকে উপেক্ষা করা যায় না। তার হাত ধরেই শহর ও গ্রামের মেলবন্ধন হয়। এটি ‘অপর পৃষ্ঠার গল্প’ নাটকের গল্প।  

নাটকে অপির সঙ্গে অাছেন আরিক আনাম খান ও রওনক হাসান। ‘অপর পৃষ্ঠার গল্প’ নাটকটি ঈদে আরটিভিতে প্রচার হবে।  

‘অপর পৃষ্ঠার গল্প’র চিত্রনাট্যকার ও পরিচালক গৌতম কৈরী। তিনি বাংলানিউজকে বলেন, ‘আমরা যারা নাটকটিতে কাজ করেছি, তাদের প্রত্যেকের কাছেই গ্রাম খুব প্রিয়। ফলে গ্রামে দৃশ্যধারণের সময় আমরা সবাই খুব আনন্দ পেয়েছি। দেখা গেলো নৌকায় কাজ করার সময় ক্যামেরা ক্লোজ  হলেও কেউ নৌকা থেকে নামতে চাইছিলেন না। আমরা একদিন শহরে, আরেকদিন গ্রামে কাজ করেছি। এ নাটকের মাধ্যমে আমি আসলে অরণ্যের জয়গান গাইতে চেয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।