ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

২০ অ্যালবাম নিয়ে নতুন অ্যাপস ‘গানবক্স’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
২০ অ্যালবাম নিয়ে নতুন অ্যাপস ‘গানবক্স’ 

দীর্ঘদিন ধরে বাংলাদেশি মোবাইল কোম্পানিগুলোর সঙ্গে মোবাইল কনটেন্ট প্রোভাইডার (সিপি) হিসেবে কাজ করে আসছে বিনোদনমূলক সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাডবক্স বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি এবার এলো গান প্রযোজনা-পরিবেশনায়।

 

অ্যাডবক্স-এর জনপ্রিয় মিউজিক অ্যাপ ‘গানবক্স’-এর মাধ্যমে ঈদ উপলক্ষে প্রকাশিত হলো ২০টি একক ও মিশ্র গানের অ্যালবাম। ফলে শ্রোতারা এখন থেকে প্রিয় শিল্পীদের নতুন নতুন অসংখ্য গান শুনতে পারবেন নিরবিচ্ছিন্নভাবে।

গানবক্স-এর ঈদ আয়োজনে রয়েছে এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, রিজিয়া পারভীন, ইবরার টিপু, বাপ্পা মজুমদার, সাবা তানি, জুয়েল মাহমুদ, জয় শাহরিয়ার, তৌসিফ, ন্যানসি, সালমা, কিশোর, সাজু, এলিটা, নাওমী, কাজী শুভ, পলাশ, সাগর, শারিদ বেলাল, অনন্যা, এসএম তুষার, নদী, মেহেদী, শাহেদ, রেজওয়ান শেখ, স্বরলিপি, লুইপা, পলক হাসান, জান্নাত পুষ্প, মোহনা, আরিফসহ প্রায় অর্ধশতাধিক শিল্পী-সুরকারের একক ও মিশ্র অ্যালবাম।  

শনিবার (২৫ জুন) বিকেলে নতুন অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন করা হয় ঢাকার বেইলি রোডের থার্টি থ্রি রেস্তোরাঁয়। এখানে ছিলেন প্রায় অর্ধশতাধিক কণ্ঠশিল্পী-সুরকার-গীতিকবি।  

শুভেচ্ছা বক্তব্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম সামির বলেন, ‘বাংলাদেশের বিনোদন অঙ্গনের রুচি ও পরিবেশনা কয়েক বছর ধরে একটু ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। বিনোদন মানেই এখন অনলাইনকেন্দ্রিক প্রায় সবকিছু। সেই প্রেক্ষিতে দেশীয় সংগীত এবং শিল্পীদের একটি নতুন সুযোগ এবং বিশেষজ্ঞ দৃষ্টিকোণ থেকে দিকনির্দেশনা দেওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। দেশের সংগীতপ্রেমীদেরকে আরও ভালো মানের মিউজিক দিতে চাই ডিজিটাল মাধ্যমে। আমরা একটি প্ল্যাটফর্ম তৈরির প্রথম ধাপ পার করছি, যেখানে তারকা শিল্পীদের পাশাপাশি তরুণ মেধাবী শিল্পীদেরকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত। ’

গানবক্স-এর কনসালটেন্ট জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ বলেন, ‘দেশীয় সংগীত বিকাশের লক্ষ্যে কাজ করার জন্য গানবক্স বদ্ধপরিকর। আমাদের ইচ্ছে এই প্রজন্মের শিল্পী ও শ্রোতাদের জন্য একটি আদর্শ মিউজিক অ্যাপ এবং প্ল্যাটফর্ম উপহার দেওয়া। আমাদের অ্যাপ থেকে বিনামূল্যে গান শুনতে গুগল প্লেস্টোরে গিয়ে গানবক্স অ্যাপটি ডাউনলোড করুন এখনই। বাংলা গান শুনুন, গানবক্স-এর সঙ্গেই থাকুন। ’

* অ্যাপসটির ডাউনলোড লিংক পেতে ক্লিক করুন:

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘন্টা, জুন ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।