ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের তিন নাটকে অপূর্বর নায়িকা ঝুমুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
ঈদের তিন নাটকে অপূর্বর নায়িকা ঝুমুর নাফিসা কামাল ঝুমুর ও অপূর্ব

অভিনেতা অপূর্বর সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন এ সময়ের অভিনেত্রী নাফিসা কামাল ঝুমুর। তবে সবটাতেই দু'জনের আলাদা নায়ক-নায়িকা ছিলো।

প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে তাদেরকে।  

এক-দুটি নয়, তিন-তিনটি নাটকে অপূর্বর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ঝুমুর। এগুলো হলো মিজানুর রহমান আরিয়ানের ‘কথোপকথন’ (জিটিভি), মেহেদী হাসান জনির ‘আই লাভ ইউ বলিনি’ (একুশে টিভি) এবং মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘ফ্রেন্ডজ’ (এসএ টিভি)। তিনটি নাটকই তৈরি হয়েছে প্রেমের গল্প নিয়ে।  

এ প্রসঙ্গে ঝুমুর বাংলানিউজকে বললেন, ‘অপূর্ব ভাইয়ের সঙ্গে জুটি হিসেবে কাজ করাটা অন্যরকম ব্যাপার আমার জন্য। একফ্রেমে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। তিনি খুব সহায়তাপ্রবণ। ’  

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘন্টা, জুন ২৬, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।