ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বুড়ো আঙুল জখম, হাসপাতালে সাইফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
বুড়ো আঙুল জখম, হাসপাতালে সাইফ সাইফ আলি খান

বলিউড অভিনেতা সাইফ আলি খান নিজের প্রযোজিত ছবির দৃশ্যধারণ চলাকালে আহত হলেন। বুড়ো আঙুলে মারাত্মক আঘাত পাওয়ায় গত ২৫ জুন সকালে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়।

খবরটির সত্যতা নিশ্চিত করেছেন সাইফের বোন সোহা আলি খান। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া ও মুম্বাই মিররকে তিনি জানান, অভিনয়ের সময় হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন ছোট নবাব। তবে সময়মতো চিকিৎসা নিতে পারায় তিনি আশঙ্কামুক্ত। তার হাতে হালকা অস্ত্রোপচারও হয়েছে। ‘রেস’ তারকা এখন সেরে উঠছেন।

অর্থোপেডিক ও প্লাস্টিক সার্জনের একটি দলের তত্ত্বাবধানে আছেন সাইফ। তাদের পরামর্শ মেনে আজকালের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন তিনি। তাকে ঘিরে উদ্বেগ ও প্রার্থনার জন্য শুভাকাঙ্ক্ষী ও ভক্তদেরকে ধন্যবাদ জানিয়েছেন সোহা।

সাইফ সম্প্রতি বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ ছবির কাজ শেষ করেছেন। এর দৃশ্যধারণে হাতে ব্যথা পেয়েছিলেন ৪৫ বছর বয়সী এই অভিনেতা। তিনি এখন ব্যস্ত নিজের প্রযোজিত ছবি নিয়ে। এটি পরিচালনা করছেন অক্ষত ভার্মা। নিজের প্রযোজিত আরেক ছবি ‘এজেন্ট বিনোদ’-এর অ্যাকশন দৃশ্যের কাজ করতে গিয়েও আহত হয়েছিলেন সাইফ।

পর্দায় যতোটা ঝলমলে আর সাবলীল মনে হয়, বাস্তবে কিন্তু চলচ্চিত্রের দৃশ্যধারণ অতো সহজ নয়। কখনও সেটে বিপজ্জনক ঘটনাও ঘটে। সাইফের ক্ষেত্রে যেমন হলো।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।