ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কলকাতায় মহিলা পরিচালিত নাট্যোৎসবে প্রাঙ্গণে মোর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
কলকাতায় মহিলা পরিচালিত নাট্যোৎসবে প্রাঙ্গণে মোর (বাঁ থেকে) দৃশ্য: ‘স্বদেশী’ এবং ‘আমি ও রবীন্দ্রনাথ’

কলকাতার নিভা আর্টসের প্রাণপ্রতীমা নিভা দেবীর ৩২তম প্রয়াণ দিবস ও নিভা আর্টসের ২৫তম বর্ষ উপলক্ষে ১৪ জন নারী নির্দেশকের নাটক নিয়ে আয়োজন করা হয়েছে ‘মহিলা পরিচালিত নাট্যোৎসব’। ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এটি।

 

এতে অংশগ্রহণ করতে যাচ্ছে ঢাকার প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর। ১৪ সদস্যের দল নিয়ে ১ জুলাই কলকাতা যাচ্ছে দলটি। তাদের হয়ে প্রতিনিধিত্ব করছেন নূনা আফরোজ। তার নির্দেশিত দর্শকনন্দিত দুটি নাটকের প্রদর্শনী হবে উৎসবে। এগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চার অধ্যায়’ উপন্যাস অবলম্বনে ‘স্বদেশী’ এবং নূনার লেখা ‘আমি ও রবীন্দ্রনাথ’।  

উৎসবের দ্বিতীয় দিন ২ জুলাই বিকেল সাড়ে তিনটায় ‘স্বদেশী’ এবং একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘আমি ও রবীন্দ্রনাথ’ মঞ্চস্থ হবে কলকাতার তপন থিয়েটার মঞ্চে। নাটক দুটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, শিশির রহমান, আউয়াল রেজা, রামিজ রাজু, সরোয়ার সৈকত, আবু হায়াত মাহমুদ, তৌহিদ বিপ্লব, সীমান্ত আমিন ও প্রকৃতি সিকদার।  

দীর্ঘ তিন বছর পর প্রাঙ্গণেমোরের দ্বিতীয় প্রযোজনা ‘স্বদেশী’ নাটকটি মঞ্চায়ন হবে। এটি ‘স্বদেশী’র ৩০তম প্রদর্শনী এবং এ বছরই মঞ্চে আসা নবম প্রযোজনা ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকের সপ্তম প্রদর্শনী হবে কলকাতায়। নূনা আফরোজ নির্দেশিত অন্য দুটি রবীন্দ্র নাটক হচ্ছে ‘রক্তকরবী’ ও ‘শেষের কবিতা’।  

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।